Follow up Follow up note 2023: এই দেখো, দেখে যাও, গল্পের দরকারেই যদি কিশোরসাহিত্যে কোনো সমবয়সী নারী চরিত্র চলে আসে, তাহলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। বুদ্ধগুহই শুধু নয়, মতি নন্দীর কাঠখোট্টা ময়দানিয়া গল্পেও আসতে পারে, ষষ্ঠীপদর আষাঢ়ে রাবিশেও আসতে পারে, ঈভেন ... ঈভেন অদ্ভুতুড়েতেও আসতে পারে - কিন্তু ......
ব্যাপারটা হলো, চিন্তাভাবনা স্বাভাবিক হওয়া চাই। নারীচরিত্র মানেই প্রেম, নারীচরিত্র মানেই সেক্স, নারীচরিত্র মানেই অপসংস্কৃতি? কেন? নারীচরিত্র শুধুই গল্পের এক চরিত্র নয় কেন? জাস্ট আ হিউমান বিয়িং।
----------------------
Follow-up note 2020: সাংঘাতিক ইচ্ছে করছে 'জীবন অনন্ত' আবার পড়তে। অনন্ত সেন, জীবন, ভ্রমরা , দেশরাজ আনোখা, ফিরোজ নওরোজী কামবাট্টা, উসমানী .... চরিত্রগুলো মাথায় গেঁথে রয়েছে। পাবো কোথায় বইটা ? কোনো collection- এ আছে?
----------------------
2017:
This is the book that made me a fan of Mati Nandi.