Jump to ratings and reviews
Rate this book

কবির মুখ

Rate this book
কাব্যপ্রেমিকগণ এক বাক্যেই স্বীকার করবেন যে, “আল মাহমুদ বাংলা সাহিত্যের সেরা কবিদের একজন”। কোনো কোনো বোদ্ধা পাঠক আবার আল মাহমুদকে জীবনানন্দ দাশ পরবর্তী বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি মনে করেন। গল্পকার, গদ্যশিল্পী হিসেবেও আল মাহমুদের তুলনা পাওয়া ভার। “সেরা আল মাহমুদ” নামে লিস্টে থাকা বইগুলো পাঠ করলেই পাঠকগণ তার প্রতিভার সঠিক মূল্যায়ন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

Hardcover

1 person is currently reading
24 people want to read

About the author

Al Mahmud

133 books57 followers
Mir Abdus Shukur Al Mahmud (best known as Al Mahmud) was a Bangladeshi poet, novelist, and short-story writer. He was considered one of the greatest Bengali poets to have emerged in the 20th century. His work in Bengali poetry is dominated by his frequent use of regional dialects. In the 1950s he was among those Bengali poets who were outspoken in their writing on such subjects as the events of the Bengali Language Movement, nationalism, political and economical repression, and the struggle against the West Pakistani government.

Notable awards: Bangla Academy Award (1968)
Ekushey Padak (1987)

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (47%)
4 stars
3 (17%)
3 stars
4 (23%)
2 stars
0 (0%)
1 star
2 (11%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Shadin Pranto.
1,479 reviews562 followers
February 15, 2019
কবির মুখে সৃষ্টিশীলতার পরশ আছে৷ প্রাপ্তির সুখ আর অপ্রাপ্তির বেদনার বলিরেখাও দীর্ঘ। বহুবছর পেরিয়ে এসে কবির মুখে শ্রান্তির চিহ্ন দেখা দিয়েছে।নিজেকে যতটুকু মেলে ধরেছেন, ভ্রান্তির অকপট স্বীকারোক্তি দিয়েছেন তাতে প্রশংসা পাওয়ার দাবি করতেই পারে 'কবির মুখ'-এর রচয়িতা আল মাহমুদ।

'যেভাবে বেড়ে উঠি'কে যেখানে শেষ হয়েছিল, সেখানে থেকেই শুরু 'কবির মুখ'৷

পঞ্চাশের দশকের শুরুতে ফুলবাড়িয়া রেলস্টেশনে নামলেন এক যুবক। ঢাকা তখনও নিজেকে গুছিয়ে উঠতে পারে নি। অগোছালো ঢাকায় কবি হওয়ার বাসনায় পদার্পণ আল মাহমুদের। আশ্রয় জুটলো এক হোটেলে। চাকরি হলো 'কাফলা'নামে লুপ্ত হওয়া এক পত্রিকায়। কাব্যদেবির সাধক আল মাহমুদ। নতুন ঢাকার পত্তন হয়নি। ঢাকা মানে আজকের পুরাতন ঢাকা। এখানেই 'গাঁইয়া' আল মাহমুদের সাথে পরিচয় হলো নাগরিক কবিদের সাথে। শামসুর রাহমান, শহীদ কাদরী, হাসান হাফিজুর রহমানরা ঢাকার কাব্যজগতের প্রাণপুরুষ। আল নিতান্তই নতুন পাখি।

শামসুর রাহমান, শহীদ কাদরী, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীরদের নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের আলোকে মন্তব্য রয়েছে আল মাহমুদের। কবি এবং কবিতা - এই দু'টিকেই আমরা অকবির দল অত্যন্ত ভিন্নদৃষ্টিতে দেখি। ব্যক্তিভেদে সেই চোখে যেমন থাকে অকৃত্রিম মুগ্ধতা ; তেমনি নিদারুণ অবহেলাও যে কবিতা আর কবিদের জন্য বরাদ্দ থাকে না একথা হলফ করে বলতে পারব না। আল মাহমুদের ভাষ্য পড়লে কবিতার প্রতি বিশেষ আকর্ষণ এমনকি আগ্রহ জন্ম নিতে পারে। কিন্তু বাংলাদেশের কবিকূলের যেই সার্বিক চরিত্র আল মাহমুদের অভিজ্ঞতার ঝুলিকে পূর্ণ করেছে তা পাঠকের জন্য আনন্দের নয়। কারণ কবিদের জগতের নীচতা, হীনতা এবং অপরকে অসম্মান করবার যে প্রবণতার উল্লেখ এই গ্রন্থে পাই তাতে পূর্বেকার ভালোভালো ধারণার সবই মাটি হয়ে যাবে।

এই বইয়ের সবচেয়ে সুন্দরতম এবং শক্তিশালী দিক কবির অকপটে বলে যাওয়ার ন্যূনতম ক্ষমতা। আত্মজীবনী লিখতে বসলে সবাই নিজের অজান্তেই পবিত্রতার এক প্রলেপ এঁকে দেওয়ার বৃথা প্রচেষ্টা চালান। নিজেকে প্রমাণ করতে চান শুদ্ধতমদের দলে। আল মাহমুদ নিঃসন্দেহে সাহসের পরিচয় দিয়েছেন। আল মাহমুদ এবং যৌনতা - যেন একে-অপরের পরিপূরক! নিজের কৈশোর থেকে নারীর সান্নিধ্যের সুযোগ। যৌবনের সোনালি সময়ে কাম ও প্রেমের অতীতের হাতছানির কথা আধো আধো বুলিতে স্মরণ করতে চেয়েছেন কবি। সব কথা মনে রাখতে চাননি। বলেওনি সকল ইতিবৃত্ত। তবুও বারবার তাঁকে কামের দোলাচলে পড়তে হয়েছে এই সত্যটাই ক'জন বিখ্যাত বলবার সাহস রাখেন।

মুক্তিযুদ্ধের সময় কলকাতায় অবস্থান, ফিরে এসে জাসদের মুখপত্র 'গণকন্ঠ'র সম্পাদক হিসেবে যোগদানের ঘটনাকে টেনে বলে গিয়েছেন৷ জাসদ নেতৃবৃন্দের হঠকারিতার জন্যই 'গণকন্ঠ' বন্ধ হয়েছে। সম্পাদক আল মাহমুদকে একবছর কারাবাস করতে হয়েছে - এমন দাবি কবির।

ঢাকা জেলে এসে মনোভাবের আমূল পরিবর্তন। ধর্মের প্রতি প্রবল আগ্রহ তৈরি। এরপর আদর্শের জায়গাটি ধর্ম দখল করলো। মনে হয়নি আল মাহমুদ ধর্মের প্রতি ঝুঁকে পড়বার আগেও কখনো মার্কসবাদে আস্থাশীল ছিলেন। বরং ধর্মীয় ভাবাদর্শই ছিল তাঁর প্রথম কোনো আদর্শে চূড়ান্তভাবে দীক্ষিত হওয়া।

কলকাতার কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু গভীর পর্যালোচনা আছে। তা হয়তো অনেকের ভালো লাগবে না পড়তে। যেমনটি আনন্দ দেবে না পশ্চিমবঙ্গ বনাম বাংলাদেশের সংস্কৃতির তুলনামূলক গভীর আলোচনা।

নিজের শিল্পকলা একাডেমিতে কর্মজীবন, কবিতার জগতে ভ্রমণের কথার পাশাপাশি অনেককে নিয়েই অনেকইকিছু লিখেছেন কবি আল মাহমুদ। সবকিছু গ্রহণ করার প্রয়োজন মনে করিনি। ইচ্ছে হয় নি কবি আল মাহমুদের সকল দাবি, কথা এবং বর্ণিত ঘটনাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে।

কবিদের গদ্যে এক আলাদা, অনির্বচনীয় আস্বাদ পাই আমি। আল মাহমুদ নিশ্চয়ই এর ব্যতিক্রম নন।
Profile Image for Ahmed Rabbi.
16 reviews
December 21, 2023
•কবির মুখ

***

কবি, একজন কবিই। তার অন্যকোনো পরিচয় থাকতে পারে না। অন্য পরিচয় থাকলে থাকতে পারে। কিন্তু একজন কবি স্বতন্ত্র তার নিজস্ব পরিচয়। যেখানে সে প্রফুল্লচিত্তে মনোনিবেশ করে নিজের কবিতায়। কবি সে-ও তো মানুষ। তার জীবনেও ঘটে মানুষ্য জীবনের ট্রাজেডি। এবং কবির জীবনও ঘটনাবহুল।

•আমার অনুভূতি
কবির মুখ পাঠ করে। আমার মনে কবি হবার সুপ্ত বাসনা জেগে উঠেছে। কীভাবে হওয়া যায় কবি। এনমসব প্রশ্নে দিনগুজরান করছি। আমার নিজের মাঝে কবি হওয়া নিয়ে আগ্রহ উপলব্ধি করি নি কখনো। কেনো যেনো কবি আল মাহমুদের আত্মজীবনী পাঠ করে। আমাকে অন্যদিকে চালিত করছে এই বই। আমাকে পড়তে আগ্রহী করে দিচ্ছে। তাই তো বই পড়তে মনে না চাইলেও কবি আল মাহমুদের মতো বইয়ের উপর উবুঁর হয়ে থাকি। যদি মনোযোগ ফিরে আসে।

আহ কত ভালো হতো। যদি মোবাইলের সাথে আমার সম্পর্ক না হতো। মোবাইল না বুঝতাম। শুধু পড়তে জানতাম। শুধু পড়তে। গল্প, উপন্যাস, কবিতা, নাটক, দর্শন সবকিছু পড়তে জানতাম!

কবির মুখ নিয়ে আলোচনা করবার অনেক কিছু রয়েছে। কোন বিষয় নিয়ে আলোকপাত করবো। তা এখনো ঠিকঠাক বিবেচনায় আনতে পারছি না। তাই শিরোনাম ও কথার কোনো মিল নেই।

•কবি আল মাহমুদ
উনার কবি হবার পিছনে জীবনানন্দ দাশের কবিতার বই মহাকালের পৃথিবী। এই বই পড়ে। কবি কবিতা চার্চায় নেমে পড়েন। উনার চাচাতো বোনকে শোনাতেন কবিতাগুলো। সে কবিতা শুনে শুনে কবিকে উৎসাহিত করতেন। কবির প্রথম কবিতা যখন বুদ্ধদেব বসুর সম্পাদিত পত্রিকায় ছেপে আসে তখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। বনে যান একজন কবি। এবং কবি।

উনার সময়ে এই বঙলায় শামসুর রহমান, শহীদ কাদরির, মতো কবিরা আল মাহমুদের প্রতিদ্বন্দ্বী ছিলো। কাফেলা ও ইত্তেফাক পত্রিকায় প্রুফ রিডিং ও সম্পাদক হিসেবে চাকরি জীবন শুরু। এরপর জীবনের চরায় ওতরায় নিজেকে নিয়ে গেছেন। বাঙলার ভাষার কবি হিসেবে পরিচয় করিয়েছেন নিজেকে। এই বাঙলায় এবং ওপার বাঙলায়ও।

কবি আল মাহমুদের সমালোচনা করেছেন অনেক মানুষ। কবির ভাষ্যমতে তারায় কবিকে সম্মানের জায়গায় সমাসীন করেছেন। তুলে দিয়েছেন বিশ্বের দরবারে। নিজের পরিচয় কষ্ট করে নিজের দিতে হয় নি। সমালোচনা আঘাত প্রতিঘাতই কবিকে পরিচয় করিয়েছে। সময়ে সময়ে যা তিনি তার রচনায় বারবার বলেছেন।

•মুক্তি/যু/দ্ধে কবি আল মাহমুদ ও অন্যান্য
মুক্তি/যুদ্ধে/র পরই গণকণ্ঠে কাজ করতে গিয়ে একবছরের মতো জেলে কাটিয়েছেন। সয়ে গেছেন জেলের জীবন। জেল জীবন শেষ করে তিনি যখন শিল্পকলায় শেখ মুজিবর রহমানের কথায় জয়েন করেন। তারপর থেকেই কবির জীবনে আসে অমুল পরিবর্তন। কবি হয়ে যান ধার্মীক ও ধর্মপ্ররায়ণ। কবিত্বের সাথে কবির জীবনে নতুন ট্যাগ লাগে মৌলাবাদী কবি আল মাহমুদ। এর মাঝে তিনি পবিত্র হজ্জব্রতও পালন করেন।

"যেভাবে বেড়ে ওঠি" বইটাতে কবির শৈশব ও কৈশর জীবনকে তুলে ধরেছেন।
"বিচূর্ণ আয়নায় কবির মুখ " কবি হওয়ার স্বপ্ন ঢাকায় পা রাখার পরঅব্দি জীবনের অদ্যবধি।

যা বলেছি গুছিয়ে বলতে পারি নি। গুছিয়ে বলতে চেষ্টা করেছি।

পাঠ অনুভূতি।
•বই — কবির মুখ।
•লেখক — আল মাহমুদ।
•জনরা — আত্মজীবনী।
•প্রকাশনী — আদর্শ।

—আহমদ রাব্বী।
মাহাদুস সুন্নাহ, আশকোনা, ঢাকা।

২৭ জুলাই ২০২৩ ঈসায়ী।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.