Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
অর্জুন সিরিজের এই বইটা কেনার একমাত্র কারণ হল এর দাম। আনন্দের অগ্নিমূল্য এড়িয়ে এই বইটির মুদ্রিত মূল্য : সিক্সটি রুপিজ্ অনলি! ২০০৪ সালে প্রকাশিত হয়েও এতদিনে প্রথম সংস্করণ ফুরোয়নি বলে এহেন ব্যাপার।
তা যাইহোক। অর্জুনের গল্পটাও এবারে বেশ জম্পেশ। চালসার কাছে এক নবনির্মিত রিসর্টে অর্জুন পাকেচক্রে সহযোগী সিকিউরিটি অফিসারের চাকরি পায়। কিন্তু রহস্য পিছু ছাড়ে না। বইয়ের নাম অনুযায়ী তিনজন জালিয়াত এবং এক মিথ্যেবাদীকে ঘিরে নানারকমের গণ্ডগোল চলতে থাকে। মিথ্যেবাদীটির ব্যাপারটা হাস্যকর যদিও। বাকি তিনজনের জালিয়াতির কাজকারবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্জুনের রিসর্টেই ঘটিত হয়। নানারকম চাপানউতোর পেরিয়ে অর্জুন কি পারবে সমস্ত রহস্যের জাল ছিন্ন করতে?
উপন্যাসটা আগাগোড়া বেশ কমপ্লেক্স। লেখককে তুখোড় প্লটিং-এর কাজ করতে হয়েছে এই কাহিনি রচনার সময়। এছাড়াও কাহিনির গতিপ্রকৃতিও বেশ ম্যাচিওর। শিশুতোষ ফুসফাস তো নয়ই। বরং আধুনিক থ্রিলার গোত্রীয় বলা চলে। ৬০ টাকায় এতকিছু পেলাম বলে পাঁচতারা। এছাড়াও লেখক সমরেশবাবু নিজের লেখায় অন্য লেখকদের ক্রিটিসাইজ করেন না দেখে মনটা প্রসন্ন হল। সমসাময়িক অন্য এক লেখককে এর উলটো করতে দেখেছি কিনা! তাই একটু আলাদা, বেশ ভালো। অর্জুন সিরিজের যৎসামান্য যা পড়েছি এদ্দিনে, তার মধ্যে এটাই সবচেয়ে ভালো লাগল। জয়তু অর্জুন!