What do you think?
Rate this book


354 pages, Hardcover
Published January 1, 1999
"যিনি পথের পাঁচালী-কার, তিনিই পথের কবি। অর্থাৎ বিভূতিভূষণ। প্রকৃতি তাঁর রচনায় শুধু শোভাময়ী নয়, বাঙ্ময়ী। প্রকৃতির শরীরী উপস্থিতি যেন টের পাওয়া যায় তাঁর বর্ণনায়।"
বিভূতিবাবুর আম আঁটির ভেঁপু আর একজন নতুন পাঠকের আবির্ভাব!
ক্লাস এইটে পড়ি তখন। আগে কয়েকটা বই পড়া হলেও সাহিত্য জগতের প্রতি আমার তেমন আকর্ষণ জন্মায় নি। হঠাৎ একটা সুন্দর গল্প পড়লাম "পড়ে পাওয়া"। যদিও পরীক্ষার আগ পর্যন্ত আমি এটাকে পড়ে যাওয়া পড়েছি! পড়ে পাওয়া পড়ার পর এক অন্যরকম অনুভূতি আমার। বাহ! সুন্দর তো, আম কুড়াতে গিয়ে কি কান্ড! আর কি সুন্দর ঝড়ের মধ্যে আম কুড়ানোর গল্প! বেশ লাগলো। পরের বছরটাই ছিল আমার জন্য স্পেশাল। আম আঁটির ভেঁপু: হরিহর রায়ের পুত্রকন্যার গল্প; শুধুই কি তাই!? আমার মনে হল আমার সামনেই সর্বজয়া ছেলেমেয়ে দুটিকে বকাঝকা করলেন। মনে হল কোন আম গাছের তলায় ময়লা শাড়ি গায়ে জড়ানো এক মেয়ে দাঁড়িয়ে! বিভূতিবাবু যদি জানতেন, তার পথের পাঁচালীর কয়েকপাতা পড়ে কোনো কিশোরীর মনের এক কোণে জং ধরে পড়ে থাকা শৈশব হঠাৎ মুক্তি পেয়েছে !
সেই বিভূতি বাবুর জীবনী পড়তে এসে আমি অবাক! এ যে এক্কেবারে চেনা পরিচিত বিভূতি বাবু, আমাদের অপু! শুনেছিলাম চেনা চেনা লাগবে কিন্তু এতটা! অপুর পাঁচালী লিখতে গিয়ে যেন নিজের জীবন পেয়ালার প্রায় পুরোটাই ঢেলে দিয়েছিলেন তিনি। নিজের জীবন থেকে একটু একটু করে নিয়েই সাজিয়েছিলেন উপন্যাসগুলো- পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, দেবযান থেকে শুরু করে মেঘমল্লার এ সংকলিত প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতাও।