আধুনিক সভ্যতার জনক কেন মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীরা ? পদার্থবিজ্ঞান চিকিৎসাবিজ্ঞান,রাষ্ট্রবিজ্ঞান, গণিত,ভূগোল ভূতত্ত্ব, স্থাপত্য, মনস্তত্ত্ব, জ্যোতিবিদ্যা ,জীববিজ্ঞান, রসায়ন, সাহিত্য শিল্পকলা বা দর্শন, জ্ঞানের এমন কোন শাখা নেই, যেখানে মুসলিম মনীষীরা অবদান রাখেন নি. আজকের উন্নত চিকিৎসা ব্যবস্থা ও কম্পিউটার ভিত্তিক তথ্যপ্রযুক্তি মুসলিম বিজ্ঞানীদের গবেষণার ওপর সরাসরি নির্ভরশীল. আমাদের সকল মুসলিম বিজ্ঞানীদের জীবন ও আবিস্কার নিয়ে চমৎকার একটি বই পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ।
ইসলামি স্বর্ণযুগের কিছু মুসলিম বিজ্ঞানীদের জীবন,অবদান ইত্যাদি বিষয় নিয়ে সাজানো হয়েছে এই বই। অফসেট কালার পেপারের বই। পড়তে অন্যরকম লাগে বলাই বাহুল্য। পড়তে পারেন।