মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।
গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।
দুটি এস্পিওনাজ থ্রিলার সংকলিত হয়েছে এই বইয়ে। তারা হল~ ১. অপারেশন জন্নত: করাচিতে আইটি সেক্টরে সদ্য যোগ দেওয়া আরিফ হঠাৎই এক ভয়ংকর সত্যের সম্মুখীন হল। তারপর তাকে পাঠানো হল শ্রীনগরে এক মিশনে। ক্রমশ তার চোখের সামনে থেকে সরে গেল পর্দাগুলো৷ তারপর কী করল সে? ২. ঝিঁঝিঁ: নিতান্তই সহজ ও সাদামাটা জীবনে অভ্যস্ত শুভ্র মাথার মধ্যে ঝিঁঝিঁর ডাক শুনতে লাগল। তারই সঙ্গে তার কানে এল অদ্ভুত কিছু নির্দেশ। সেগুলো মেনে চলতে গিয়ে সে ঢুকে পড়ল সন্ত্রাসের এক বীভৎস চক্রব্যূহে। সেখান থেকে কি বেরিয়ে আসতে পারবে সে? একেবারে আনপুটডাউনেবল এই দুটি আখ্যানেরই কেন্দ্রে আছে এমন দুটি মানুষ, যারা ইচ্ছের বিরুদ্ধেই জড়িয়ে গেছে সন্ত্রাসবাদের বিষাক্ত জালে। তাদেরই সঙ্গে থেকেছে আরও কিছু চরিত্র, আরও কিছু নিরপরাধ মানুষ যারা সর্বত্র কোল্যাটার্যাল ড্যামেজ হয়। এই চরিত্রদের টানেই সহজ ভাষায় লেখা এই দুটি আখ্যানের শেষ পর্যন্ত ছুটে চলতে হয়। বইটির মুদ্রণ অত্যন্ত পরিচ্ছন্ন ও শুদ্ধ৷ অলংকরণের উপস্থিতি লেখাগুলোকে পূর্ণতর করেছে। সুযোগ পেলেই পড়ে ফেলুন।
অভীক দত্ত স্পাই থ্রিলার দারুণ লেখেন। ওনার লেখা সমস্ত স্পাই থ্রিলার গুলো পড়া ছিল, বাকি ছিল এই একটি তাই পড়ে ফেললাম ।এই বইটিতে দুটি নভেলা সংকলিত হয়েছে , অপারেশন জন্নত ও ঝিঁঝিঁ ।
🔸করাচিতে হোয়াইট কলার জব এ সদ্য যোগ দেয় আরিফ । হটাৎ করে তাঁকে ট্রেনিং এর জন্য চলে আসতে হয় ইসলামাবাদে ।এখানে এসে তার জীবন পাল্টে যায়, এক নির্মম সত্যের সন্মুখীন হয় সে ।তাছাড়া সে জানতে পারে তাঁকে এক সিক্রেট মিশন এর জন্য ট্রেনিং নিতে হবে ও ভারতে আসতে হবে । কী সেই সিক্রেট মিশন? সে কি তার এই মিশন কমপ্লিট করবে? না চোখের সামনে আরও কিছু সত্য উন্মোচন হবে । টানটান উত্তেজনায় ভরা একটি espionage থ্রিলার । 🔸এই বইয়ের দ্বিতীয় নভেলা ঝিঁঝিঁ । কলকাতার ছেলে শুভ্র, কলেজে পরে, বাড়ি থেকে দূরে হোস্টেল এ থাকে , সিরিয়াস গার্লফ্রেন্ড আছে । হটাৎ সে তার মাথার মধ্যে ঝিঁঝিঁ এর মতো কিছু শুনতে পায়, কেউ যেন তাঁকে ইন্সট্রাকশন দিচ্ছে । আর কথা না শুনলে কারেন্ট শক খায় । অদ্ভুত না? আমার ও তাই মনে হচ্ছিল পড়তে গিয়ে । কিন্তু এটাও একবার পড়া শুরু করলে না শেষ করে থামা যাবে না । এই ঝিঁঝিঁ এর কথায় চলতে গিয়ে সে নিজেকে আবিষ্কার করলো নিজের দেশ/ শহর থেকে দূরে অন্য কোথাও । অচেনা একটা জায়গায় । তাকেও কি কোনও মিশন এ পাঠানো হয়েছে? কে বা কারা কীভাবে ওকে কন্ট্রোল করছে? এই ঝিঁঝিঁ এর ডাক টাই বা কী? জানতে হলে পড়তে হবে।
ব্যক্তিগত অভিমত 🔸 অভীক দত্তের espionage thriller genres এর অনবদ্য দুটো গল্প । জাস্ট unputdownable । 🔸দুটো গল্প আলাদা হলেও শুভ্র ও আরিফ যেন কোথাও একই , ওরা জাস্ট ব্যবহৃত হয়েছে । ওদের ইচ্ছার বদলে ওদের কে দিয়ে কাজ করিয়েছে কিছু মুষ্টিমেয় মানুষ । 🔸একটি গল্পে একটা জায়গায় Indian Flag নিয়ে একটা সিন আছে । লেখক smartly এই সিন টাকে প্ল্যান করেছেন । 🔸 প্রথম গল্পটি এই সময় খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে বর্ডার এরিয়া তে অনুপ্রবেশ নিয়ে যে অংশ টা । 🔸শেষ গল্পটি আমার বেশি ভালো লেগেছে, শুভ্র এর জন্য চোখ ভিজেছে ।
সর্বমোট এটি একটি দারুণ বই, যদি আপনার এই genre পছন্দ তাহলে পড়ে ফেলুন ।
এক সাধারন পাকিস্তানি ছেলে আরিফ, নিজের পড়াশোনা শেষ করে করাচিতে একটি সফটওয়্যার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে জয়েন করে । হঠাৎ করেই কোন কিছু না জানিয়েই তাকে পাঠিয়ে দেওয়া হলো অন্য শহরে। সেখানে গিয়ে সে জানতে পারল তাকে একটা মিশনের রাখা হয়েছে তার কোনরকম মত ছাড়াই। এমন একটি মিশন যেখান থেকে পিছুপা হওয়া যাবে না। কি এই মিশন ?কোথায় পাঠানো হলো ছেলেটিকে? এই নিয়ে সম্পূর্ণ উপন্যাস। এ বইয়ের দ্বিতীয় উপন্যাসটি হচ্ছে ঝিঝি কলকাতার এক সাধারন ছেলে শুভ্র হঠাৎ তার মাথার মধ্যে ঝিঝির মতন কিছু বার্তা আসতে শুরু করল এবং সেগুলি পালন না করলেই দেওয়া হতো ইলেকট্রিক শখ। সেই ঝিঁঝিঁর কথামতই তাকে একটার পর একটা কাজ করতে বাধ্য করা হলো হঠাৎ সে নিজেকে বাংলাদেশে আবিষ্কার করল তার অজান্তেই তাকে একটি মিশনে যুক্ত করা হলো। কি হবে এই মিশনের ফলাফল, এই মিশনে গিয়ে শুভ্র অভিজ্ঞতাই বা কি হলো, শুভ্র কি বেঁচে ফিরতে পারবে ? এই নিয়ে সম্পূর্ণ উপন্যাস।।
এইগুলো উপন্যাসের কথা, এবার আসা যাক উপন্যাস দুটি পড়ে আমার কেমন লাগলো দুটি সম্পূর্ণ আলাদা উপন্যাস পড়তে গিয়ে আমার আরিফা শুভ্রকে একই মনে হয়েছে দেশের জন্য এই দুজনেই নানান ভাবে ব্যবহার করা হয়েছে নিজেদের অজান্তেই। নিজেদের অমতে। তাদের ভবিষ্যৎ চিন্তা না করে ।