❛স্বপ্ন দেখেই মানুষ সে স্বপ্নের মৃ ত্যু ঘটবে বলে।❜
নাদের আলী দু পয়সার এক দিন মজুর। কন্যা ফাতেমার বিয়েটা হই হই করেও যেন হচ্ছিল না। তবে এবার আল্লাহ মুখ তুলে চেয়েছেন। বড় পক্ষ পছন্দ করেছে তার মেয়েকে। তাই হাতে মুরগি আর ক'কেজি গরুর মাংস নিয়ে বাড়ি ছুটলেন। আজই হয়তো কবুল পড়ানো হয়ে যেতে পারে। নাদের আলীর মনটা বিশেষ ভালো নেই। মেয়েকে পরের ঘরে দিবেন তাই নাকি সকালে হওয়া ছোট্ট কিন্তু গভীর ক্ষতটা বারবার মনে পড়ছে তাই?
গরীবের স্বপ্ন ধুলিস্যাৎ হতে সময় নেয় না। নাদের আলীর স্বপ্নটাও কি ম রে যাবে? মেয়ের বিয়ে বারবার আটকে যাওয়ার কারণটা তো গায়ের লোক জানে!
পাঠ প্রতিক্রিয়া:
❝নাদের আলীর স্বপ্ন মৃ ত্যু❞ ছোটো গল্প। ছোটো পরিসরে লেখা গল্পে কিছু বলার তেমন জায়গা থাকে না। এই গল্পেও নেই। নাদের আলী ও তার পরিবারের জীবনে ঘটা অন্যান্য ঘটনার মতো ছোট্ট একটা ঘটনা নিয়ে গল্প। শুরুটা একঘেয়ে হলেও শেষে একটু ভিন্ন লেগেছে। খারাপ না। বলা যায় গল্পের নামের থেকেও গল্পটা ছোটো। শুরু না হতেই বিদায় ঘন্টা।