অনেকদিন ধরে সময় নিয়ে ধীরে ধীরে বইটা পড়লাম। ধীরে পড়ার মতোই বই এটা।
ফরাসি শিল্পকলা, স্থাপত্যকলা, সাহিত্য নিয়ে এমন অনেক বিষয় জানতে পেরেছি, যা আগে জানা ছিলনা।
প্রচুর সাইড-নোট নিয়েছি, রেফারেন্সগুলো নিয়ে স্টাডি করেছি। বলা যায়, বইটি পড়া ছিলো আমার জন্য একটা হিস্টরিক্যাল জার্নি।
ফরাসি চিত্রকর্ম নিয়ে, স্থাপত্য নিয়ে যাদের আগ্রহ, তাদের জন্য মাস্ট রিড।