লেখালিখি আপাতত আর বাগ মানছে না, তাই আবার পড়াপড়ি। নিজের পড়া, নিজেই পড়ি।
দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। গপ্পো পড়া নয় শুধু, হরেক কিসিমের লেখার প্যাটার্ন মাথায় বসিয়ে নেওয়া। বিমল সারের ছোট্টছোট্ট বাক্যের সংলাপ রচনা বেশ সরেস। এইবারের গপ্পোটাও বেশ ভাবনাচিন্তা করে লেখা। এক চিনে ডেন্টিস্টের কেনা বাড়িতে পাওয়া কফিনবাক্স-কে নিয়ে এতসব নাটুকে (জমজমাট) ঘটনা ভাবা যেতে পারে - এটা চিন্তার বাইরে।