স্মৃতি ভদ্র আমাদের গল্প শুনিয়েছেন--স্মৃতিময়তার গল্প, স্মৃতিহীনতার গল্প সেসব। মানুষে মানুষে ভালোবাসার যেসব গল্প আমাদের আছন্ন করার শক্তি রাখে, তাঁর কাহিনীতে আমরা তেমন সব ভালোবাসা খুঁজে পাই। 'এলেনা বেলেনা'--এই গল্পের বইয়ের সবচেয়ে বড় সম্পদ তেমন সব মানুষ, যারা জীবনের কাছে হেরে গেলেও স্মৃতিময়তা আর স্মৃতি হীনতার মধ্যে দিয়ে আমাদের শিথানের কাছে এসে দাঁড়াতে পারে মরা কার্তিকের স্থবির চাঁদের করুণ রাগিণী নিয়ে। এলেনা বেলেনা গল্পের বইয়ে আমরা দেখি জীবনের ভাঙাগড়া এমনকি নিষ্ঠুরতার জলছবিও দুলিয়ে চলেছেন স্মৃতি ভদ্র নিপুণ এক জাদুগরের মতো, নিষ্ঠুরতার প্রপঞ্চ গড়েছেন সময়ের বেলাভূমিতে খেলা করে চলা সব নিষ্ঠুরতা ছেনে-ছেনে, আর আমরা হঠাৎ করেই আবিস্কার করছি আমাদের স্মৃতিঘরের কোনোখানে সযত্নে, প্রযত্নে লুকিয়ে থাকা, জমে থাকা অযত্নে পড়ে থাকা সব চিঠিপত্তর; কোথায় যেন এক টুকরো উঠোনের ওপর ছন্দোবদ্ধ প্রলম্বিত লয়ে কেউ যেন বলে চলেছে 'এলেনা বেলেনা এক্কাদোক্কা ঝুম, সালাইকা মাইকা সালাই মালাইকুম।' জীবনের ঐশ্বর্য -- তা স্বর্ণেরই হোক আর মাটির ভাঙা খাপরারই হোক, সঞ্চয়ের যে পরিভ্রমণ স্মৃতি ভদ্র শুরু করেছেন এই গল্পগ্রন্থের মধ্যে দিয়ে, তাঁর নিজস্ব ভাষা আর অভিজ্ঞান নিশচয়ই সেই দূরযাত্রা নিশ্চিত করবে একদিন।