কিশোর পাঠকদের জন্য লেখা এই বইয়ে তিনটি কল্পবিজ্ঞান-ভিত্তিক অল্টারনেট হিস্ট্রি উপন্যাসিকা আছে। তারা হল~ ১. অপারেশন ফিনিক্স; ২. তিন তাস-এর খেল; ৩. টেকুমেশ। এরা আদতে একই সূত্রে আবদ্ধ। প্রথম কাহিনির ভিত্তি হল একটি সম্ভাবনা— যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বিজয়ী হয়ে বিশ্বজুড়ে সাম্রাজ্য বিস্তার করে। সেই সম্ভাবনাটিকে নস্যাৎ করতে গিয়েই তৈরি হয় আরও কিছু সম্ভাবনা, যাকে রবার্ট ফ্রস্টের ভাষায় ‘রোড নট টেকন’ বলাই চলে। সেগুলো থেকেই আসে প্রথম কাহিনির দুই নায়কের আরও দুটি অ্যাডভেঞ্চার। সহজ, অথচ অত্যন্ত গতিময় গদ্যে লেখা এই গল্পগুলোর ভেতরের গঠন কিন্তু খুব একটা সহজ নয়। বৈজ্ঞানিক সূত্রের সরাসরি উল্লেখ না করলেও এতে উচ্চতর পদার্থবিদ্যার নানা কথার ব্যবহার আছে। তারই সঙ্গে আছে বিশ্বরাজনীতির বিভিন্ন বিন্দুতে অন্য পথটি নিলে কী হতে পারত তাই নিয়ে আলোচনা। মুশকিল হল, লেখায় বিন্দুমাত্র উইট বা হিউমারের ব্যবহার না থাকার ফলে জিনিসটা বড়োই শুষ্কং-কাষ্ঠং হয়ে পড়েছে। দ্বিতীয়ত, বাংলা কিশোর-কাহিনির সত্যজিতীয় মডেল মেনে এতে কোনো নারীচরিত্র নেই। এর ফলে লেখাগুলো আরও বেশি অবিশ্বাস্য ঠেকেছে। বাংলায় অল্টারনেট হিস্ট্রি পড়তে চাইলে অবশ্য এটিকে উপেক্ষা করা একেবারেই উচিত হবে না।
বইটা কেনা ছিল গতবছরের বইমেলায়। পড়া হল এই বছর। গতিময় তিনটে সাইন্স ফিকশন নভেল্লা। দেবজ্যোতি ভট্টাচার্যের বিষবৈদ্য সিরিজের মতই টানটান কিন্তু সহজ নয়। কারণ বইটা বিজ্ঞানের পরিভাষায় লেখা। অনেক ধরনের জটিল বৈজ্ঞানিক তথ্য আছে - সেসব জায়গায় মনোযোগ বেশি লেগেছে। তাই কিশোরপাঠ্য হলেও বড়োদের এই বই ভালো লাগবে। ডিস্টোপিয়া, টাইম - ট্রাভেল সব মিলিয়ে মন্দ নয় এই অভিযান।