মিহির সেনগুপ্ত তার জীবনে যে সাহিত্যিক না সারস্বত মানুষদের সঙ্গে মিশেছেন তাদের মধ্যে অনেকেই মিহিরের লেখক জীবন বা লেখক হয়ে ওঠার সঙ্গে জড়িত। তাকে সহযোগিতা না করলেও প্রভাবিত করেছেন অনেকেই। তাদের কয়েকজনকে নিয়েই এই বই। অনেকের কথা আছে, আছে তাদের সঙ্গে স্মৃতি এমনকি তাদের চিঠিও। এর মধ্যে ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা ও আগ্রহের জায়গা সমরেশ বসু, আখতারুজ্জামান ইলিয়াস ও দ্বিজেন শর্মা। মিহিরের অন্যান্য বইয়ের তুলনায় এ বইয়ে রস কিঞ্চিৎ কম হলেও কিছু মানুষ সম্পর্কে জানার জন্য বেশ ভালো বই। তবে মধ্যমা এই বইয়ের প্রডাকশনে আরও নজর দিতে পারত।