কলকাতা পুলিশের গোয়েন্দা অবিনাশ রায় এবং তাঁর অ্যাসিস্ট্যান্ট প্রদ্যোৎ মিত্রের ক্ষুরধার বুদ্ধি দিয়ে রহস্যভেদ করার ১০টি প্রাপ্তমনস্ক রহস্য কাহিনি। আকাশ থেকে পড়া যুডাস হাত দেখা বাঁয়ে হাত কা খেল হাফ চকোলেট লোভ ঘোলাটে জল যাহা চাই… ফেসবুক ফ্রেন্ড রেস্টুরেন্টে রক্তপাত
গল্পগুলির পরতে পরতে রয়েছে প্রেম-পরকীয়া-লোভ ও নৃশংসতা।
সহজ ভাষায়, বুদ্ধিদীপ্ত ও পরিমিত লেখনীর সাহায্যে রচিত দশটি রহস্য গল্প স্থান পেয়েছে এই বইয়ে। গল্পগুলো হল~ ১. আকাশ থেকে পড়া; ২. যুডাস; ৩. হাত দেখা; ৪. বাঁয়ে হাত কা খেল; ৫. হাফ চকোলেট; ৬. লোভ; ৭. ঘোলাটে জল; ৮. যাহা চাই... ৯. ফেসবুক ফ্রেন্ড; ১০. রেস্টুরেন্টে রক্তপাত। গল্পগুলোতে ষড়রিপুর, বিশেষত প্রথম রিপুর সদর্প চলনের জন্যই এরা প্রাপ্তমনস্ক পাঠকের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করবে। তবে এতে পুলিশি তদন্ত দেখার সুযোগ থাকলেও, বিশেষত রহস্যভেদী অবিনাশ রায়ের ব্যক্তিগত জীবন এবং তাঁর ও সহকারী প্রদ্যোতের যুগলবন্দি দেখে ভালো লাগলেও পাঠকের মস্তিষ্ক প্রয়োগের সুযোগ তেমন নেই। হয় কিছু ক্লু তার নজরের বাইরেই থেকে যায়, নয়তো ঘটনাটা সে অনেক আগেই বুঝে ফেলে। বইটি বানান-ভুল ও নানা টাইপোতে আকীর্ণ, যা প্রকাশনার সুনামের সঙ্গে মোটেই মানানসই নয়। আগামী দিনে এগুলো সংশোধন করা হলেই ভালো। তবে প্রচ্ছদ, অলংকরণ এবং লে-আউটের দিক দিয়ে বইটি যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে। রহস্যকাহিনির অনুরাগী হলে এই বইটি পড়তেই পারেন। খুব খারাপ লাগবে না।