বইয়ের কভারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের হাতের ছবি দেখে, সেটির সাথে বইয়ের নামটির প্রতি আকৃষ্ট হয়ে ভেবেছিলাম ঠাকুরের ব্যাপারে হয়ত অনেক অজানা গল্প জানতে পারবো। কিন্তু বইটি পড়ে কিচ্ছু বুঝিনি, তবুও একজন সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখকের বইকে ১স্টার দেওয়ার সাহস হলো না। যদি কোনো বন্ধুর ভালো লাগে অবশ্যই রিভিউতে লিখবেন।