ছোটোগল্প-লিখিয়েদের জন্য এ বড়ো সুখের সময় নয়। পাঠক, আর তাঁদের দাবি শিরোধার্য করে প্রকাশক প্রতিনিয়ত জানিয়ে দেন, উপন্যাস চাই। তবু কিছু-কিছু লেখক ছোটোগল্প লেখেন— হয়তো অভ্যাসে, হয়তো দায়ে, হয়তো এমন কোনো ভাবনার অনুরণনে, যারা সংক্ষিপ্ত পরিসরই দাবি করে। আলোচ্য বইটি তেমনই কিছু প্রচেষ্টার সংকলন। নিতান্ত সংক্ষিপ্ত একটি ভূমিকার পর এই বইয়ে আছে~ ১. হাড়িকাঠ; ২. শ্বাসমূল; ৩. রাণুর জন্মদিন; ৪. নেক্সট; ৫. সহায়-সম্বল; ৬. ব্যালেরিনা; ৭. ঘাতক; ৮. সুধামৃত; ৯. সাদা দেওয়ালের মালিকা-ঘর; ১০. ভার্গবীর প্রেম; ১১. নিশাভিসার। এই গল্পদের বর্গীকরণ করা খুব কঠিন। জোর করে ভাবলে বলতে হয়, এদের মধ্যে অধিকাংশই 'সামাজিক'। দু'টি গল্প আয়তনে ও ভাবে প্রায় ফ্ল্যাশ-ফিকশন। তবে যদি কোনো সাধারণ সূত্র খোঁজেন যা দিয়ে এই এগারোটি গল্পকে একসঙ্গে বেঁধে রাখা হয়েছে, তাহলে তা হবে মানবমন। এরা প্রত্যেকেই মনস্তাত্ত্বিক আখ্যান। কখনও তারা ধাপে-ধাপে আমাদের প্রস্তুত করে অন্তিম মুহূর্তটির জন্য। কখনও আবার একেবারে অন্যরকম 'টুইস্ট ইন দ্য টেল' দিয়ে তারা আমাদের হতবাক করে দেয়। কখনও আবার বর্ণনার বর্ণাঢ্য প্রবাহে আমরা টেরও পাই না, কখন তলিয়ে যেতে বসেছি এক গহ্বরে। লেখক নবীন, কিন্তু তাঁর ঈষৎ অপরিণত হাতটি চরিত্রচিত্রণে আর মনের আলো-আঁধারির নকশা আঁকার ক্ষেত্রে ভারি শক্তিশালী। জানি না বইপাড়ার চক্রব্যূহে তিনি নিজের এই স্বাধীন সত্তাটি কতদিন টিকিয়ে রাখতে পারবেন। তবে ডিমান্ড আর সাপ্লাইয়ের লাইনে ঢুকে গিয়েও যদি তিনি আমাদের মতো ক'টি ছোটোগল্প-প্রেমীর জন্য এমনই সব ছকভাঙা গল্প লিখে যেতে পারেন, তবে আমার তরফে তাঁর জন্য অকুণ্ঠ আশীর্বাদ ও শুভেচ্ছা থাকবে— এটুকু বলতে পারি। বইটির মুদ্রণ শুদ্ধ, লে-আউটও চমৎকার; তবে গল্পগুলোর সঙ্গে একটি করে হেডপিস থাকা বড্ড জরুরি ছিল। যদি ছকবন্দি ভাবনা আর চেনা প্লটের বাইরে অন্যরকম ছোটোগল্পে আগ্রহী হন, তাহলে এই বইটি পড়ে দেখতে পারেন। আমার ধারণা, আপনি হতাশ হবেন না।