কাহিনী সংক্ষেপ: হালের বাংলা সাহিত্যের জনপ্রিয় এক জনরার নাম থ্রিলার। একঝাঁক থ্রিলার লেখকের লেখা চমৎকার সব গল্প নিয়ে সাজানো হয়েছে বিবলিও-থ্রিলার সংকলন। এখানে জনপ্রিয় লেখক যেমন আছেন, তেমনি আছেন আনকোরা কিছু লেখক। সংকলনে স্থান পাওয়া গল্পগুলো আমাদের খুবই ভালো লেগেছে। আশা করি, পাঠকদেরও তা ভালো লাগবে।
গল্প ও লেখক তালিকা:
সেই সময়-নাসিম রেজা ফর জেরিন-রিয়াদ চৌধুরি আঁধারে বন্দিনী-সালসাবিলা নকি সড়ক দুর্ঘটনা-আয়মান হিশাম মৃত্যুদৃশ্য-সংবাদ মিত্র ফুলের জন্য ভালোবাসা-রাফিউল লিছিল তালুকদার নির্বাণ-খালেদ নকীব খুঁজো না তাহারে গগন আঁধারে-মো, তানজিমুর রহমান হ্যালুসিনেক্সিন-জুলিয়ান বন ছায়া-মাশুদুল হক চক্ষু-মো. ফুয়াদ আল ফিদাহ নিশীথ রাতের তারা-সাদাত হোসাইন
জন্ম সিরাজগঞ্জে, ১৯৮৮ সালে। এসএসসি. পাশ করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে, এইচএসসি-রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে। এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সমাপ্ত করে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে। বর্তমানে কর্মরত আছেন কক্সবাজার জেলায়।
লেখালেখি শখের বসে, অনুবাদ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রথম প্রকাশিত বই আদী প্রকাশন থেকে-ট্রল মাউন্টেন। সেই সাথে রহস্য পত্রিকায় টুকটাক লেখালেখি।
আমার কাছে থ্রিলার সংকলন বেশ ভালো লাগে। ছোট পরিসরে লেখা দারুণ গল্পগুলো নিয়ে বই যা অনেক নতুন লেখকদের আত্মপ্রকাশে সাহায্য করে। আশা করি বিবলিওফাইল প্রকাশনী নিয়মিত বিভিন্ন সংকলন বের করবে। আলাদাভাবে কোন গল্প নিয়ে বলতে পারলাম না, কিন্তু কমবেশি সবগুলো গল্পই বেশ ভালো ছিল। গল্প সিলেকশন, সম্পাদনা, বইয়ের কোয়ালিটি সব মিলিয়ে ভালো লেগেছে।
Amazing collection of bibliothrillers where every page bleeds with mystery, intellect, and the quiet madness of words. These stories turn libraries into battlegrounds, manuscripts into weapons, and readers into detectives of the human soul.