সাম্য এবং স্বাধীনতার মধ্যে চরিত্রগত একটা বিরোধ আছে, প্রকৃত স্বাধীনতা যেখানে আছে সেখানে সাম্য থাকার কোন পসিবিলিটি নাই এবং আবার যেখানে সাম্য আছে সেখানে প্রকৃত স্বাধীনতা নেই। স্বাধীনতার মানেই হল যা ইচ্ছা করার, প্রতিভাবান তার প্রতিভা দিয়ে উপরে উঠে যাবে কিন্তু এতে অগোচরে নষ্ট হচ্ছে সাম্য। আবার সাম্য রক্ষায় প্রতিভাকে আটকে রাখলে নষ্ট হচ্ছে স্বাধীনতা। চরিত্রগত বিরোধ!
অষ্টাদশ শতকের ফরাসী বিপ্লবের মত্তো ছিল সাম্য,মিত্রতা আর স্বাধীনতা। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে বিপ্লব আসলো কিন্তু বুর্জোয়া থেকে সাম্য- স্বাধীনতা আদায় হয় নি। তথাপি বাংলাদেশেও আটকে আছে এই কথা দিলাম দেওয়ার কথা।
সিরাজুল ইসলাম স্যার এই স্বাধীনতা ও সাম্যের কনফ্লিক্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং উত্তরনের সম্ভাব্য পথ।
পাশাপাশি বইটিতে মূল আঁকড়ে ধরা ক্রেজ কিংবা সামাজিক বাস্তবতা ব্যাখ্যা করেছেন নিও-রিয়েলিওজমে যেমনটা ইতালি তে সূচনা হয়েছিল, সে রেনেসাঁ পরবর্তী সময়ে।
বইটিতে মোট ১৫ টি প্রবন্ধ আছে। আমার কাছে সুখপাঠ্য মনে হয়েছে। প্রবন্ধগুলিতে স্যার তথ্য-উপাত্তের পাশাপাশি নিজস্ব স্বকীয়তা এবং অভিমতও ব্যাখ্যা করেছেন তার ব্যাক্তিগত দর্শনে।