এবারের ভ্রমণ ভারতের কেরালা, কেরালার যেসব দর্শনীয় জায়গা সব ঘুরে দেখার জন্য ৪৪ ঘন্টার ট্রেন জার্নি করেন!ওপাশে ওদের কে নিতে আসেন অবনীর ছাত্র সুনীল। এদের মধ্যে পার্থ একটু পাগলা গোছের, সে ব্যাগ ফ্রী বলে বেড়াতে আসার আগে ৪ টা একই রকম টি-শার্ট কিনে ফেলেন, ফ্রী ব্যাগ এর একটি ভায়রাভাই কে দেন। আর দুই ভাইয়রাভাই এর দাবার নেশা মারাত্তক। প্রচলিত নিয়ম অনুসারে, রহস্য গোয়েন্দাদের পিছু নেয়। তো আমাদের মিতিন মাসির টিম হঠাৎ করে এক চুরির মামলা তে জড়িয়ে পরে, এক চার্চের “গ্রেট স্ক্রল” দেখতে গিয়ে, চুরি যায় এই স্ক্রল। আর ওদের পিছু নেই দুটো মুশকো লোক, কারা এরা? কেন এদের পিছনে? আর একসময় দলে জোটে কুরপ নামের এক লোক।! কে এরা? এরা পারবে তো বের হতে রহস্য থেকে?
ভাল লেগেছে এক কোথায়, তবে যেসকল এরিয়া এরা ঘুরাঘুরি করেছে, এইগুলার নাম পিছনে দাঁত ভেঙ্গে গেছে প্রায়। লেখক সম্প্রদায়ের প্রতি আমার অনেক বড় এক অভিযোগ এরা ভ্রমণ আর খাবারের বর্ননা এমন করে দেন দুঃখে শকে শোকে আমি পাথর । যেহেতু অনেকের ফেলুদা, ব্যোমকেশ, শার্লক, তিন গোয়েন্দা পড়া, সবার কাছে বেশ রহস্য মনে নাও হতে পারে, তবে খারাপ লাগবে না, এটা বলতে পারি।