Jump to ratings and reviews
Rate this book

থৃলার গল্প সংকলন #1

থৃলার গল্প সংকলন

Rate this book
বর্তমান বিশ্বের বইয়ের বাজারে থৃলার সাহিত্যের জয়জয়কার। শতকরা প্রায় আশি ভাগ বই থৃলার নির্ভর কাহিনীকে ঘিরে রচিত হয়। থৃলারের এই ব্যাপক জনপ্রিয়তার কারণে কয়েক বছর আগে থৃলার লেখকেরা একত্রিত হয়ে গড়ে তোলেন "ইন্টারন্যাশনাল থৃলার রাইটার্স" নামে একটি সংগঠন, সংক্ষেপে যাকে আইটিডব্লিউ নামে অবিহিত করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় লাখখানেক। আইটিডব্লিউ'র হিসেবমতে তাদের সদস্যদের বই প্রতি বছর বিশ্বব্যাপী বিক্রি হয় ষোলো কোটিরও উপরে।

আমাদের দেশে থৃলার সাহিত্যের ব্যাপক পাঠকপ্রিয়তা থাকা সত্ত্বেও এই ক্ষেত্রটি একেবারেই অবহেলিত, তারপরেও বিশ্বমানের থৃলারগুলোর পাশাপাশি বাংলাদেশের পটভূমিতে লেখা মৌলিক থৃলারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বাতিঘর প্রকাশনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠালগ্ন থেকে, তারই ধারাবাহিকতায় অনুবাদ এবং মৌলিক গল্প নিয়ে একটি থৃলার গল্প সংকলন প্রকাশ করা হলো। পাঠকের ভালো লাগলে আমাদের প্রয়াস সার্থক হবে।
--রবিন জামান খান, লেখক ও অনুবাদক (ইনসাইড ফ্ল্যাপ থেকে)

গল্পের সূচী:
১. মেমেন্তা মোরি, মূল: জোনাথান নোলান, অনু: মোহাম্মদ নাজিম উদ্দীন
২. লটারি, মোহাম্মদ নাজিম উদ্দীন
৩. ফলিং, মূল: ক্রিস মুনি, অনু: তানজীম রহমান
৪. স্বদেহভোগী, তানজীম রহমান
৫. আবার আসে ফিরে, শরীফুল হাসান
৬. শোধ, শরীফুল হাসান
৭. দ্য ফেস ইন দ্য উইন্ডো, মূল: হিদার গ্রাহাম, অনু: রবিন জামান খান
৮. দ্য আবেলার্ড স্যাংশন, মূল: ডেভিড মোরেল, অনু: রবিন জামান খান
৯. সুইসাইড, রবিন জামান খান
১০. হিরু, জাহিদ হোসেন
১১. পুনর্জাগরণ, জাহিদ হোসেন
১২. মমতাময়ী, মাশুদুল হক
১৩. নির্বাণ, নওশের ইবনে হালিম ডন

192 pages, Hardcover

First published February 1, 2013

9 people are currently reading
250 people want to read

About the author

Mohammad Nazim Uddin

66 books1,540 followers
MOHAMMAD NAZIM UDDIN (Bengali: মোহাম্মদ নাজিম উদ্দিন) is a writer and Translator of more than 26 novels..His original works are NEMESIS, CONTRACT, NEXUS, CONFESSION,JAAL, 1952: nichok kono number noy, KARACHI, RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASENNI and KEU KEU KATHA RAKHE. These six Thriller novels are highly acclaimed by the readers.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
35 (16%)
4 stars
70 (33%)
3 stars
78 (36%)
2 stars
22 (10%)
1 star
6 (2%)
Displaying 1 - 23 of 23 reviews
Profile Image for Abhishek Saha Joy.
191 reviews56 followers
September 7, 2020
পুরো বইটা পড়ে কেমন লেগেছে তা রেটিংয়েই প্রকাশ্য।প্রত্যেকটা গল্প নিয়ে নিচে অল্প কথায় কিছু বলার চেষ্টা করলাম -

১.মেমেন্তো মোরি (জোনাথন নোলান,অনুবাদ - মোহাম্মদ নাজিম উদ্দিন) - ⭐⭐ (নাজিম উদ্দিনের সাহেবের অনুবাদ পড়া পৃথিবীর কষ্টের কাজগুলোর একটি।তার উচিত অনুবাদ করা ছেড়ে দেয়া)

২.লটারি (মোহাম্মদ নাজিম উদ্দিন) - ⭐⭐⭐⭐ (সংকলনের সেরা গল্প এটাই)

৩.ফলিং (ক্রিস মুনি,অনুবাদ - তানজীম রহমান) - ⭐⭐ (তানজীম রহমানের অনুবাদ দুর্দান্ত কিন্তু নামে থৃলার সংকলন হলেও গল্পে থ্রিল নেই)

৪.স্বদেহভোগী (তানজীম রহমান) - ⭐⭐ (প্লট ভালো কিন্তু অগোছালো;এন্ডিংয়ের সাথে 'বাইশে শ্রাবণ' সিনেমার সাদৃশ্য দৃষ্টিকটু)

৫.আবার আসে ফিরে (শরীফুল হাসান) - ⭐ (বিরক্তিকর)

৬.শোধ (শরীফুল হাসান) - ⭐ (আরও বিরক্তিকর)

৭.দ্য ফেস ইন দি উইন্ডো (হিদার গ্রাহাম,অনুবাদ - রবিন জামান খান) - ⭐⭐⭐ (বেশ প্রাঞ্জল অনুবাদ,স্টোরিলাইনও মারমার কাটকাট)

৮.দ্য আবেলার্ড স্যাংশন (ডেভিড মোরেল,অনুবাদ - রবিন জামান খান) - ⭐⭐⭐ (এসপিওনাজ থ্রিলার হিসেবে খারাপ লাগে নাই)

৯.সুইসাইড (রবিন জামান খান) - ⭐⭐ (হইসে আরকি কোনরকম)

১০.হিরু (জাহিদ হোসেন) - ⭐ (হযবরল)

১১.পুনর্জাগরণ (জাহিদ হোসেন) - ⭐ (আর যাই হোক থ্রিলার হয় নাই)

১২.মমতাময়ী (মাশুদুল হক) - ⭐⭐⭐ (প্রেডিক্টেবল হলেও ভালো লেগেছে)

১৩.নির্বাণ (নওশের ইবনে হালিম ডন) - ⭐⭐⭐ (ইন্টারেস্টিং)

আর বাতিঘরের বানান নিয়ে তো বলার কিছু নাই।সে আগের মতই আছে...
Profile Image for Zahidul.
450 reviews95 followers
November 8, 2016
" থৃলার গল্প সংকলন "
-
"থৃলার গল্প সংকলন" মূলত ৯ টি মৌলিক আর ৪ টি অনুবাদ থৃলার গল্পের সংকলন ।২০১৩ সালে বাতিঘর প্রকাশনী থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন এর সম্পাদনায় এ সকলনটি বের হয়েছে। পরবর্তীতে থৃলার গল্প সংকলন ২ এবং ৩ নামে আরো দুইটি সংকলন বেরিয়েছে।
-
মেমেন্তো মোরি -জোনাথান নোলান,অনুবাদ-মোহাম্মদ নাজিম উদ্দিন
Christopher Nolan এর বিখ্যাত মুভি মেমেন্টো থেকে লেখা হয় এই গল্পটি । একজন Short term memory loss এ ভোগা লোক এর তার স্ত্রীর হত্যা কারীকে খোঁজার গল্প এটি। আসলে প্রথম বার পড়ার পরে অনেক কিছু নাও বোঝা যেতে পারে ,তাই এই গল্প ভালোভাবে বোঝার জন্য দুইবার পড়া উচিত।
-
লটারি-মোহাম্মদ নাজিম উদ্দিন
সংকলনের প্রথম ও সবচেয়ে বড় মৌলিক গল্প। একদল মানুষের লটারির টিকেট পাওয়ার মধ্য দিয়ে মানুষের মনের লোভ লালসা গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ,উপভোগ্য।
-
ফলিং-ক্রিস মুনি,অনুবাদ-তানজীম রহমান
এটি মূলত একটি স্পাই থ্রিলার। একজন ল্যাব টেকনিশিয়ান আর একজন এফবিআই এর মোস্ট ওয়ান্টেড লিস্টের মানুষের ভিতরে ইঁদুর - বিড়াল খেলা নিয়ে লেখা। অনুবাদ সাবলীল।
-
স্বদেহভোগী-তানজীম রহমান
এটাকে এক্সপেরিমেন্টাল গল্প হিসেবে চালানো যায়। শেষে গিয়ে কেমন যেন গুলিয়ে গেলো। আসলে এখানে একজনের একটি প্যারা আশা করেছিলাম পুরো ঘটনা এক্সপ্লেনেশন এর জন্য,সেটা পেলাম না।
-
আবার ফিরে আসে-শরীফুল হাসান
টিপিকাল রিভেঞ্জ থ্রিলার ,তবে কিছুটা খটকা রয়ে গেলো। ভিকটিম একসময় মনে করে যে সে এমন কোন অপরাধ করেনি যার জন্য কেউ এইরকম শাস্তি দিতে পারে অথচ সে তার জীবনের এমন একটি অপরাধের ঘটনা কিভাবে ভুলে যেতে পারে ?
-
শোধ - শরিফুল হাসান
এটা কিছুটা হরর থ্রিলার। শেষটা ভালোই লাগলো।
-
দ্য ফেস ইন দি উইন্ডো-
হিদার গ্রাহাম,অনুবাদ-রবিন জামান খান একজন সিরিয়াল কিলার কে নিয়ে একটি ছোট গল্প। এক ঝড়ের রাতে জেল থেকে এক সিরিয়াল কিলার পালায়। আর এর পরের কাহিনী নিয়েই এই গল্প। খারাপ লাগেনি।
-
দ্য আবেলার্ড স্যাংশন-ডেভিড মোরেল,অনুবাদ-রবিন জামান খান
এটা টেরোরিস্ট/স্পাই থ্রিলার বলা যায়। শেষটা দারুন ছিল ,অনুবাদ ও ভালো।
-
সুইসাইড,রবিন জামান খান
সুইসাইড নিয়ে একটি টুইস্টিং ছোট গল্প। শেষের টুইস্টটা ভালো ছিল।
-
পুণর্জাগরণ-জাহিদ হোসেন
গল্পটি প্রথম লাইন থেকেই পাঠককে আকৃষ্ট করে রাখে। প্রথমে কিছুটা ভৌতিক আবহের মত মনে হলেও শেষটা নিদারুন কষ্টের। গ্রাম্য মানুষের কিছু কুসংস্কার ও এতে উল্লেখ পেয়েছে।
-
মমতাময়ী-মাশুদুল হক
এ গল্পের সাথে আমাদের বর্তমান ভার্চুয়াল জীবনের অনেকটাই মিলে যায়। আজকাল এ রকম ঘটনা অহরহই ঘটছে। কিন্তু এর যে এই রকম মমতাময়ী প্রতিশোধ হতে পারে তা কল্পনার ও বাইরে , দুর্দান্ত।
-
নির্বাণ-নওশের ইবনে হালিম ডন
সত্য ঘটনা অবলম্বনে গল্পটি লেখা। আসলে গল্প হলেও এটার কন্টিনিউটির প্রব্লেম পাওয়া যায়। এটি নিয়ে বেশ বড় উপন্যাস ও লেখা যায়। তবে শেষে একটা এক্সপ্লেনেশন পাওয়া যায় যা তানজীম রহমান এর স্বদেহভোগীতে খুজছিলাম।
-
এবার আসি আমার হিসেবে সংকলনের সেরা গল্পে। জাহিদ হোসেনের " হিরু ".দুর্দান্ত টুইস্টিং একটা গল্প। শেষ হবার পরে পাঁচ মিনিট হা হয়ে বসে ছিলাম। এই একটি গল্পই থৃলার গল্প সংকলনের টাকা উসুল করার জন্যে যথেষ্ট।
-
আসলে আমার মত যারা থ্রিলার গল্প পছন্দ করেন তাদের জন্য "থৃলার গল্প সংকলন" একটি আশীর্বাদ স্বরূপ। এই সংকলনের ধারাবাহিকতায় পরবর্তীতে এই রকম আরো দুটি সংকলন মুক্তি পায়। পরবর্তী বইমেলা গুলোতেও এই রকম সংকলন পাওয়ার আশা রাখি।
Profile Image for Riju Ganguly.
Author 38 books1,870 followers
March 19, 2021
মোট তেরোটি লেখা আছে এই বইতে। তার মধ্যে কয়েকটি ঢ্যাবঢেবে, কয়েকটি অপটু অনুবাদের জন্য রীতিমতো ক্লান্তিকর। কিন্তু নিম্নলিখিত ক'টি লেখা আমার খুব ভালো লাগল~
১. ফলিং: অনু. তানজীম রহমান
২. স্বদেহভোগী: তানজীম রহমান
৩. আবার আসে ফিরে: শরীফুল হাসান
৪. শোধ: শরীফুল হাসান
৫. দ্য আবেলার্ড স্যাংশন: অনু. রবিন জামান খান
৬. সুইসাইড: রবিন জামান খান
৭. হিরু: জাহিদ হোসেন
৮. পুনর্জাগরণ: জাহিদ হোসেন
৯. মমতাময়ী: মাশুদুল হক
রোমাঞ্চ আর ডার্ক হিউমারের সুষম মিশ্রণের মাধ্যমে এই লেখাগুলো বাঙ্ময় হয়ে উঠে গল্পের পটভূমি আর চরিত্রদের একেবারে বাস্তব করে তুলেছিল। ফলে সময়টা কোথা দিয়ে যে কেটে গেল, টেরই পাইনি!
সুযোগ পেলেই পড়ে ফেলুন।
Profile Image for Peal R.  Partha.
211 reviews13 followers
February 15, 2022
তেরোটি গল্প দিয়ে সাজানো এই গল্প সংকলনের মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘লটারি’, মাশুদুল হক-এর ‘মমতাময়ী’ এবং জাহিদ হোসেনের ‘হিরু’ ছাড়া তেমন কোনো গল্প মনঃপূত হয়নি।

আজকের দিনে প্রতিষ্ঠিত লেখকরা যে এক সময় সাধারণ মানের গল্প লিখত; এই সংকলন সেটাই প্রমাণ করে।
Profile Image for Sourov Roy.
165 reviews31 followers
June 23, 2014
কিছু মৌলিক এবং কিছু অনুবাদ থৃলার গল্পের সংকলন এই বইটি।বাতিঘর প্রকাশনী থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন এর সম্পাদনায় ২০১৩ সালের বইমেলায় বেরিয়েছে।

১।মেমেস্তা মোরি-জোনাথান নোলান,অনুবাদ-মোহাম্মদ নাজিম উদ্দিন
বইয়ের প্রথম গল্প এটি।প্রথম যখন পড়া শুরু করি ঠিকমত কিছুই বুঝতে পারছিলাম না।গল্পটি শেষ হবার পর মোটামুটি বুঝতে পারি,যদিও এখনো পুরোপুরি সব বুঝতে পারিনি।যাই হোক গল্পট��� মন্দ লাগেনি।
আমার রেটিং-৩.৮/৫
২।লটারি-মোহাম্মদ নাজিম উদ্দিন
সত্যি বলতে কি প্রথম গল্পটা পরে একটু হতাশই হয়েছিলাম।কিন্তু আমার এই হতাশা এক ফুঁৎকারে উড়িয়ে দিল লটারি।নিঃসন্দেহে এটাই এই সংকলনের সেরা গল্প।একটি লটারির টিকিট আর সেটিকে ঘিরে মানুষের অদম্য লোভকে কেন্দ্র করে রচিত হয়েছে এই অসামান্য গল্পটি।এটি মোহাম্মদ নাজিম উদ্দিন এর একটি মৌলিক লেখা।তিনি অসামান্য দক্ষতায় লেখাটিতে তুলে এনেছেন মানব চরিত্রের এক আদিম রিপুকে।
আমার রেটিং-৫/৫
৩।ফলিং-ক্রিস মুনি,অনুবাদ-তানজীম রহমান
“ম্যালকম ফ্লেচার এফবিআই এর মোস্ট ওয়ান্টেড লিস্টের একজন।অন্যদিকে মার্লেনা সাধারন এক ল্যাব টেকনিশিয়ান।এই মার্লেনাকেই বেছে নেওয়া হয়েছে ম্যালকমকে ধরার টোপ হিসেবে।”
গল্পটা ভালোই লেগেছে।অনুবাদকও ভাল কাজ করেছে।
আমার রেটি-৪/৫
৪।স্বদেহভোগী-তানজীম রহমান
একটি হত্যারহস্যকে ঘিরে গল্পটি এগিয়ে চলে।গল্পটি পড়তে খারাপ লাগেনি,কিন্তু এর নামকরণের সার্থকতা কতটুকু বুঝলাম না।
আমার রেটিং-৩.৫/৫
৫।আবার ফিরে আসে-শরীফুল হাসান
এই সংকলনের অন্যতম সেরা লেখা এটি।“পার্থ আহমেদ,দেশের নামকরা এক তারকা।কিন্তু তার পিছে কে যেন লেগেছে প্রতিশোধের নেশায়।”লেখক গল্পটিতে অসাধারণ কাজ করেছেন।
আমার রেটিং-৪.৫/৫
৬।শোধ
প্রথমেই একটু কনফিউসন আছে।সুচিপত্রে গল্পটির লেখক শরীফুল হাসান থাকলেও,মূল গল্পে লেখকের জায়গায় নাম লেখা শরীফুল ইসলাম এর!
“আজহার আলী দুই বছর ধরে একটি সমস্যা নিয়ে চিন্তা করছেন।আজ তার সমাধান তিনি পেয়েছেন।”গল্পটি ভালই লেগেছে।
আমার রেটিং-৪/৫
৭।দ্য ফেস ইন দি উইন্ডো-হিদার গ্রাহাম,অনুবাদ-রবিন জামান খান
“ঝড়ের রাত।বাসায় একা বেথ।সেসময় সে জানালার কাঁচে দেখে মুখটা।চোখদুটো টকটকে লাল,ঠিক যেন হরর ছবিতে কোন শয়তানের চোখের মত জ্বলছে।”
আমার রেটিং-৪/৫
৮।দ্য আবেলার্ড স্যাংশন-ডেভিড মোরেল,অনুবাদ-রবিন জামান খান
“সল এবং এরিকা,তারা দম্পতি।এরিকা খুন করতে চায় হাবিবকে।সল চায় এরিকাকে আটকাতে।”গল্পের প্রথমে এই ধারনা দিলেও গল্পের শেষে এই ধারনা থাকে না।
আমার রেটিং-৪/৫
৯।সুইসাইড,রবিন জামান খান
“মি. হাসান জগিং করতে করতে থামেন এক বেঞ্চের কাছে।দেখতে পান এক যুবককে।এই যুবক নাকি আত্মহত্যা করতে চায়।মি. হাসান চেষ্টা করেন তাকে আটকাতে।তারপর?”গল্পটি ভাল লেগেছে যেমন বলা যাবেনা,খারাপ লেগেছেও বলা যাবেনা।
আমার রেটিং-৩.৫/৫
১০।হিরু-জাহিদ হোসেন
গল্পটি এক কথায় বলতে গেলে একটি রম্য থৃলার।বেশ মজাই পেয়েছি পড়তে।
“ওর নাম বাবু হলেও সবাই আদর করে ডাকে কুত্তা বাবু!সে এক শীর্ষ সন্ত্রাসী।কত লোক যে তার জীবন নিতে চায় তার কোন হিসেব নেই।কিন্তু সে এটা নিয়ে মোটেও চিন্তিত নয়।সে যাচ্ছে তার ছোটবেলাকার জিগরি দোস্ত নাবিদের সাথে দেখা করতে।”
আমার রেটিং-৪.৫/৫
১১।পুণর্জাগরণ-জাহিদ হোসেন
“কবর দেয়ার পাঁচ দিন পর ইলিয়াস মিয়া দৌলতপুরে সশরীরে হাজির হলে সারা গ্রামে তোলপাড় শুরু হল”গল্পটির এই প্রথম লাইনটিই যথেস্ত যে কারো মনযোগ আকর্ষণের জন্য।এটিও আগের গল্পটির মত রম্য স্টাইলের হলেও এর রম্য রসের মাত্রা কম।কারন এতে যোগ হয়েছে কিছু মানবিক দিকও।
আমার রেটিং-৪/৫
১২।মমতাময়ী-মাশুদুল হক
দারুন এক গল্প।এই সংকলনে আমার অন্যতম প্রিয় গল্প এটি।
আমার রেটিং-৪.৫/৫
১৩।নির্বাণ-নওশের ইবনে হালিম ডন
একটি সত্য ঘটনা অবলম্বনে গল্পটি লেখা।প্রথমে কিছু বুঝতে পারছিলাম না।শেষে বুঝতে শুরু করি।ভাল ভাবে বোঝার জন্য গল্পটি আবার পড়লাম।এবার সব ক্লিয়ার হল।লেখকের এই লেখার ধরণটি প্রশংসনীয়।যদিও আমার মতে তিনি লেখাটিকে এত জটিল না করলেও পারতেন।সব মিলিয়ে লেখাটি পড়তে খারাপ লাগেনি।
আমার রেটিং-৩.৫/৫

নিঃসন্দেহে বাতিঘরের একটি দারুন প্রয়াস এই সংকলনটি।আমার জানামতে তারা প্রতিবছর এরকম একটি সংকলন বের করার সিদ্ধান্ত নিয়েছে।যার ধারাবাহিকতায় ২০১৪ সালে বের হয়েছে থৃলার গল্প সংকলন ২।তাদের এই উদ্যোগ প্রশংসনীয়।আশা করি বাতিঘরের কাছ থেকে প্রতিবছর এমন একটি সংকলন উপহার পাব।
এক নজরে
বইয়ের নাম-থৃলার গল্প সংকলন।
সম্পাদক-মোহাম্মদ নাজিম উদ্দিন।
প্রকাশক-বাতিঘর প্রকাশনী।
মোট গল্প-১৩ টি।
মৌলিক গল্প-৯ টি।
অনুবাদ-৪ টি।
মোট লেখক-৭ জন।
প্রকাশকাল-ফেব্রুয়ারি বইমেলা,২০১৩।
প্রচ্ছদ-ডিলান।
গায়ের মূল্য-১৭০ টাকা।
আমার রেটিং-৪/৫

Profile Image for Shahidul Nahid.
Author 5 books141 followers
May 20, 2017
* কয়েকদিন আগে শেষ করেছিলাম, ভালোই...

* বানান, বানান! ... ভয়াবহ রকমের ভুলে ভরা ভুল। প্রুফের আলাই বালাই নাই, ছিলও না কোনকালে, অত্যন্ত দুঃখজনক।

* থ্রিলার বানান আসলে কোনটা? থ্রিলার না থৃলার?!
Profile Image for Sumaiyah.
119 reviews31 followers
September 3, 2017
মোটামুটি লেগেছে। অতো ভালো লাগেনি। দ্য অ্যাবেলার্ড স্যাংশন গল্পটা সুন্দর। পুনর্জাগরণ গল্পটাও ভালো ছিলো।
Profile Image for Opu Tanvir.
113 reviews3 followers
August 10, 2015
পড়ে ফেলেছি তবে যেমন টা আশা করেছিলাম ঠিক সেরকম টা পায় নাই । মৌলিক গল্প গুলো বেশ ভাল তবে জাহিদ সাহেবের গুলো বাদ দিয়ে । অনুবাদ গুলো আরও একটু সহজ হলে আরও ভাল লাগতো !
Profile Image for ফরহাদ নিলয়.
191 reviews61 followers
April 5, 2016
গল্পগুলো বেশ ভাল ছিল। পড়ে যথেষ্ট মজা পেয়েছি... :)
Profile Image for রায়হান রিফাত.
256 reviews9 followers
October 11, 2021
থ্রিলার গল্প সংকলন
-মোহাম্মদ নাজিম উদ্দিন (সম্পাদনা)

মেমেন্তো মোরি
-জোনাথান নোলান
-মোহাম্মদ নাজিম উদ্দিন
ভাই শেষ করতে পারিনাই 🙂 অনুবাদ খুব ই দূর্বল,তার উপর মনে হল এই গল্প টা আগে পড়ছি,এইটার উপর মুভিও হইছে|রেখে দিছি 🙂

লটারি
-মোহাম্মদ নাজিম উদ্দিন

আহা অসাধারণ একটা থ্রিলার|| রাগ লাগতেছিলো একটা সময় আতাবর,বাসের ড্রাইভার,কন্ট্রাক্টর কে ভিলেন মনে হচ্ছিলো কিন্তু লোভ শব্দ টা একটা সাধাসিধে মানুষ কেও খলনায়ক বানিয়ে দিল||
অসাধারণ উপস্থাপনা 🖤
রেটিং: 8/10

ফলিং
-ক্রিস মুনি
-তানজীম রহমান

অসাধারণ কিছুনা| এভারেজ একটা গল্প| গল্প টার শেষ বোধয় হয়নি,আর ও কিছু থাকতে পারে|অনুবাদ খারাপ না,ভাল ছিল মোটামুটি|অন্তত প্রথম অনুবাদ থেকে হাজার কোটি গুণে ভাল 🙂
আর গল্পের নায়ক এর এন্ট্রি + একশন কিছুই বুঝিনাই ঠিকমতন,কিভাবে যে কি হইলো|জোর করে ফিনিশিং দিল|
রেটিং: 6/10

স্বদেহভোগী
-তানজীম রহমান

এমন থ্রিলার সবাই পড়তে চাই|যেমন গল্প,তেমন উত্তেজনা||
কিন্তু বিধিবাম | লেখক বোধয় প্লট আর আগাতে চান নাই 🙂 উনি বোধয় ভুলে গেছে কি লিখতে চান 🙂 অসাধারণ একটা প্লটের ফালতু একটা পরিণতি ,যাস্ট ফালতু একটা শেষ 🙂
ভাই কি অসাধারণ লিখনী টা উনি শেষ করে দিলেন 😞
মানতে পারতেছিনা ভাই 😞
রেটিং : 0/10 নরমালি: 6.5/10

আবার আসে ফিরে
-শরীফুল হাসান

আমি ভাই নিতান্ত সাধারণ পাঠক|
সাধারণ আর অসাধারণ এর ধার ধারিনা|
আমার যা ভাল্লাগে তা ই সয়|
আহা এমন লিখা পরাণ জুরায় যাই,
যখন ই ভাবি ভাল হল,তখন ই একটা টুইস্ট|
ফিনিশিং মন মত না হলেও আমার বেশ ভাল লেগেছে গল্প টা|
রেটিং: 9/10
(এক কাটলাম কারণ সেলিব্রিটি শিক্ষিত মানুষ হয়ে,এতকিছুর পর ও পুলিশের কাছে গেলনা,এইটা অবাস্তব লাগলো তাই)

শোধ
-শরীফুল ইসলাম

চলনসই|
লেখনী টা ভাল ছিল বেশ|সুরমার আসল অস্তিত্ব একেবারেই ধারণার বাইরে ছিল :3
রেটিং: 6.5/10

দ্য ফেস ইন দ্য উইনডো
-হিদার গ্রাহাম
-রবিন জামান খান

আহা কি অসাধারণ একটা থ্রিলার|
বিশেষ করে শেষাংশ🖤
একেবারে থ্রিলে ঠাসা , এমন টান টান উত্তেজনায় ভরপুর থ্রিলার একটানা পড়ে শেষ করা ফরজ !
রেটিং: 9.5/10

দ্য অ্যাবেলার্ড স্যাংশন
-ডেভিড মোরেল
-রবিন জামান খান

আগের টার তুলনায় আহামরি কিছুনা||কিন্তু এই বুকশট গুলো বেশ ভাল লাগছে(যদি বুকশট হয়ে থাকে)
যখন ই মনে হবে চেক মেট তখন ই পাশার দান বদলে গেলো :3
রেটিং: 8/10

সুইসাইড
-রবিন জামান খান

ভাল্লাগেনাই||গড়পড়তা ভাব ছিল||লিখতে হবে কিছু একটা লিখে দিলাম এমন মনে হয় 😐
রেটিং: 5/10

হিরু
-জাহিদ হোসেন

ভাই কি হইলো এইডা? 🙂
কুত্তা বাবু থেকে বিচি বাবু 🙂
এইটা কোনো কথা 😕 আর ও ভাল লিখা যাইত প্লট টা থেকে|
রেটিং: 6/10

পুনর্জাগরণ
-জাহিদ হোসেন

আহা এইটা জোস !
একেবারে সাধারণ একটা গল্প কিন্তু উপস্থাপনার জোরে অসাধারণ হয়ে গেলো 🖤
রেটিং: 8/10

মমতাময়ী
-মাশুদুল হক

ভয়ানক ভালবাসা|সচরাচর এমন গল্প গুলোর শেষ হয় ভিন্নভাবে|এখানে এক ভিন্নতর স্বাদ পেলাম|
রেটিং: 8/10

নির্বাণ
-নওশের ইবনে হালিম ডন

যাস্ট 15মিনিট আগে আমি এর অরজিনাল সত্য ঘটনা টা পড়লাম 🙂
গল্প টা আহামরি কিছুনা|| ভাল ও লাগেনাই কেন জানি||
লিখনশৈলী টা ও পছন্দ হয়নি 😞
রেটিং: 2/10

কাকতালীয় ভাবে 15-20মিনিট আগেই আমি এই মূল ঘটনা টা একটা গ্রুপে পড়লাম||
টাইমিং রে ভাই 🔥
Profile Image for Fahad Islam.
55 reviews1 follower
July 14, 2024
সংকলন পড়ার মজা এই বইয়ের মাধ্যমেই পেয়েছিলাম। আবার বর্তমান বাংলাদেশের কিছু জনপ্রিয় লেখকদের হাতেখড়ি হয়েছিলো এই বইয়ের মাধ্যমেই। অনুবাদ গল্পগুলোর পাশাপাশি মৌলিক ছোটোগল্প- কোনোটাই কম যায়নি...🌟

এই সংকলনে আমার কিছু প্রিয় গল্পের নাম নিচে তুলে ধরছি...:

১. লটারি || মোহাম্মদ নাজিম উদ্দিন

২. হিরু || জাহিদ হোসেন

৩. পুনর্জাগরণ || জাহিদ হোসেন

৪. মমতাময়ী || মাশুদুল হক

৫. সুইসাইড || রবিন জামান খান
Profile Image for Harun Ahmed .
36 reviews1 follower
June 19, 2025
৯ টি মৌলিক আর ৪ টি অনুবাদকৃত বই সহ মোট ১৩ টি গল্প নিয়ে লেখা থৃলার গল্প সংকলন। যার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে মোহাম্মদ নাজিম উদ্দীন এর লেখা লটারি গল্পটা।এরপর স্বদেহভোগী গল্পটা যদিও এডিংটা আরো ভালো হতে পারতো।
রবিন জামান খানের সুইসাইড ও মাশুদুল হকের মমতাময়ী গল্পটা ভালো লাগছিলো।

বাকিগুলো জট পাকিয়ে জটিল করে ফেলা হয়েছিল।
Profile Image for Kowshik Debnath.
Author 1 book48 followers
May 17, 2020
লটারি, দ্য অ্যাবেলার্ড স্যাংশন, হিরু, নির্বাণ। এই চারটা বেশি ভালো। এরমধ্যে হিরু বেস্ট।
মেমেন্তো মোরি গল্পটার চেয়ে মুভিটাই বেশি ভালো।
Profile Image for Tamzid Rifat.
116 reviews1 follower
August 16, 2024
বিলো এভারেজ। লটারি গল্পটা ছাড়া আর কোনো গল্পই বিশেষ ভালো লাগেনি। এছাড়াও বানান ভুলগুলো বড্ড চোখে লেগেছে।
October 20, 2025
আইজকালকার গণ্যমান্য থৃলার লেখকেরা তাইলে এসব যাতা লিখে ক্যারিয়ার শুরু করছিলেন, বাহ! খালি ‘লটারি’ গল্পটাই গণায় ধরার মতো।”
Profile Image for Swikot Ahmed.
18 reviews1 follower
June 14, 2018
মোটামুটি ভালোই লেগেছে। মনে হয়েছে যেন একটি বাক্সে অনেক স্বাদের চকোলেট। রাইটারদের ভেতর ভালো লেগেছে জাহিদ হোসেনের ছোট গল্পগুলো। তবে যারা অনুবাদ করেন তাদের আরো সর্তকতা অবলম্বন করলে ভালো হয়। কারো কিছু কিছু জায়গায় গল্পের কন্টেন্ট এর কন্টেক্সট বুঝতে কষ্ট হয়েছে। সর্বোপরি এই ধরনের সংকলন আরো হওয়া উচিৎ।
Profile Image for Anwar Shimul.
Author 5 books16 followers
May 30, 2014
লটারী, আবার ফিরে আসে, সুইসাইড এ ৩টা গল্প ভালো লেগেছে।
Profile Image for Ashraful Islam Saeem.
53 reviews2 followers
May 31, 2017
অনুবাদ এবং মৌলিক সব গল্পই জমজমাট।
Displaying 1 - 23 of 23 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.