যেকোন দেশে সাহিত্যের বিকাশ এবং এর বিভিন্ন শাখার জনপ্রিয়তা নির্ভর করে সে-দেশের লেখকদের লেখার পরিধি এবং পাঠকের রুচি ও চাহিদার ওপরে। সে হিসেবে বর্তমানে বিশ্বসাহিত্যের সর্বাধিক জনপ্রিয় শাখা "থৃলার" আমাদের দেশের পাঠকদের কাছে এখন শুধুমাত্র "গোয়েন্দা গল্প" কিংবা "বাচ্চাদের বই"-এর খোলস ছেড়ে অনেকটাই বেরিয়ে এসেছে। দেশীয় মৌলিক থৃলার-উপন্যাস এবং বিদেশী অনুবাদ-থৃলারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রমাণ করে আমাদের দেশের পাঠকেরা ইতোমধ্যেই উচ্চমানের থৃলারের স্বাদ বেশ ভালোভাবে গ্রহণ করতে শুরু করেছে। এই জনপ্রিয়তার ধারা অক্ষুন্ন রাখতে এবং দেশীয় প্রেক্ষাপটে মৌলিক থৃলার-লেখক তৈরির প্রয়াসে গতবছর একুশে বইমেলায় বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম "থৃলার গল্প সংকলন"। বিদেশী লেখকদের অনুবাদ গল্পের পাশাপাশি তাতে সংযোজন করা হয় দেশীয় লেখকদের মৌলিক থৃলার-গল্প। "থৃলার গল্প সংকলন"-এর পাঠকপ্রিয়তার ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো "থৃলার গল্প সংকলন ২"। এবারের সংকলনে মূলত দেশীয় লেখকদের প্রাধান্য দেয়া হয়েছে, সেই সাথে সংযোজন করা হয়েছে কিছু ক্লাসিক-থৃলারের অনুবাদ। বিদেশী এবং দেশীয় প্রেক্ষাপটের গল্পগুলো পাঠকদের ভাল লাগলে আমাদের প্রচেষ্টা সফল হবে। --রবিন জামান খান, লেখক ও অনুবাদক (ইনসাইড ফ্ল্যাপ থেকে)
গল্পের সূচী: ১. আইজেনহাইম দ্য ইল্যুশনিস্ট, মূল: স্টিভেন মিলহসার, অনু: রবিন জামান খান ২. হোমিসাইড, রবিন জামান খান ৩. কুইন অফ হার্টস, রবিন জামান খান ৪. রাইটার্স ব্লক, শরীফুল হাসান ৫. ব্ল্যাকমেইল, শরীফুল হাসান ৬. দ্বিতীয় জীবন, শরীফুল হাসান ৭. ওকামের উল্টো খুর, তানজীম রহমান ৮. দ্য টাইস দ্যাট বাইন্ড আস, মূল: কুইন্ট সি. পার্ক, অনু: তানজীম রহমান ৯. ডিসফিগারড, মূল: মাইকেল আর. ড্যানিয়েল পামার, অনু: তানজীম রহমান ১০. নার্সিসাস, জাহিদ হোসেন ১১. দ্য আগলি, জাহিদ হোসেন ১২. দ্য নিলিং সোলজার, মূল: জেফেরি ডীভার, অনু: জাহিদ হোসেন ১৩. দি টেল অফ দি স্ট্রেঞ্জ কিস, সালেহ তিয়াস ১৪. অনুতে একাকীত্ব, কামরুন নাহার ১৫. প্রমাণ, প্রান্ত ঘোষ দস্তিদার ১৬. পনজি স্কিম, নওশের ইবনে হালিম ডন ১৭. ইনভেশন ফ্রম আউটার স্পেস, মূল: স্টিভেন মিলহসার, অনু: মোহাম্মদ নাজিম উদ্দীন ১৮. টেইল টু টেল হার্ট, মূল: এডগার অ্যালান পো, অনু: মোহাম্মদ নাজিম উদ্দীন
MOHAMMAD NAZIM UDDIN (Bengali: মোহাম্মদ নাজিম উদ্দিন) is a writer and Translator of more than 26 novels..His original works are NEMESIS, CONTRACT, NEXUS, CONFESSION,JAAL, 1952: nichok kono number noy, KARACHI, RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASENNI and KEU KEU KATHA RAKHE. These six Thriller novels are highly acclaimed by the readers.
হিসাব তো বলতেছে ৩.৪৬ রেটিং দিতে। কিন্তু মন তো বলতেছে ৪ রেটিং দিতে...
ইচ্ছা করলেই কি ৪ রেটিং দেওয়া যায়? আচ্ছা, একটা যুক্তি দাড় করাই... গল্প গুলোর গড় রেটিং ৩.৪৬ কিন্তু এতোগুলো পিচ্চি পিচ্চি থ্রিল গল্প মস্তিষ্ক দিয়ে যাচাই বাছাই করে এই যে একটা ঢাউস সাইজের বই বানানো হলো... যেটা গত প্রায় ১মাস আমার সাথে ছিলো.. যেটা আমাকে গত ১মাস সঙ্গ দিলো.... বার বার পড়ার প্রলোভনে যেটার দিকে বার বার তাকিয়েছি...যেটা বার বার একটা আবেগ সৃষ্টি করেছে... মনে কইয়েছে যে, একটু সবর কর, তোমার জন্য নতুন গল্প নিয়ে অপেক্ষা করছি.... সেটার বৈশিষ্ট্যগুণে সেটাকে আরেকটু বাড়িয়ে রেটিং দেওয়া যায় না?? অবশ্যই দেওয়া যায়... যুক্তি একটা দাড়িয়ে গেছে... এই যুক্তি ব্যবহার করলে আশা করি জগতের কোনো ক্ষতি হবে না... বরং জগত আমাকে আরো ভালোবাসবে...🖤
থ্রিলার (বাংলাদেশে থৃলার) আর 'নোয়া(noir)'-র পার্থক্য কী? এই নিয়ে নানা মুনির নানা মত আছে। তবে মোহাম্মদ নাজিম উদ্দিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, থ্রিলার-এর উপজীব্য হল মানবমনের অন্ধকার। সেদিক দিয়ে দেখতে গেলে এই বইয়ের লেখাগুলো নিঃসন্দেহে থ্রিলার। গতি আর রতি, খুন আর কানুন— এদের টানাপোড়েনের ছাপ বেশ ভালোভাবে ধরা পড়েছে এই বইয়ে। মৌলিক লেখাগুলোয় বেশ অন্যরকম ভাবনার স্বাক্ষর আছে৷ অনুবাদ কমিয়ে মৌলিক লেখার জন্য বেশি গুরুত্ব দেওয়ার ভাবনাটিও সদর্থক লাগল। আমার নিজের সবচেয়ে ভালো লাগল তানজীম রহমান-এর 'ওকামের উল্টো খুর'। বাকিগুলোও মন্দ নয়, বরং বেশ ভালোই।