#পাঠ_প্রতিক্রিয়া- ১৬/২০২৫
কৃষ্ণসিন্ধুকী
লেখিকা- দেবারতি মুখোপাধ্যায়
প্রকাশক - দীপ প্রকাশন
মূল্য- ৩৯৫/- টাকা।।
বছরের ১৬ নম্বর বই একটি ইতিহাস আশ্রিত উপন্যাস, দেবারতি মুখোপাধ্যায় এর লেখা "কৃষ্ণসিন্ধুকী"।। বইটি আসলে ২৪ সালে পাওয়া ভাইফোঁটার উপহার।। বইটি পড়ে শেষ করলাম দুদিন আগে।। বইটির ব্লারব এর লেখা পড়ে বোঝা যায় বইটি ভারতের স্বাধীনতা আন্দোলন এবং আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেল এর পটভূমিতে লেখা একটি উপন্যাস।। এই উপন্যাসে সমান্তরাল ভাবে দেখানো হয়েছে ভারতে স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লব সঙ্গে আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলের সময়কাল।। আমি লেখিকার লেখা কোনো ইতিহাস আশ্রিত উপন্যাস পড়িনি, এইটাই প্রথম, এই বইগুলি পড়ার আগে ভয় লাগে শুধুমাত্র ইনফোডাম্প নিয়ে, সেক্ষেত্রে এই বই বেশ ভালো মার্কসেই পাস করেছে।। বইটির প্রচ্ছদ খুব সুন্দর এবং ইন্টারেস্টিং।। বইটির নামকরণের কারণ হিসেবে লেখিকা বলেছেন -
"'সিন্ধুকীরা কী করত জানো?'
'কী?'
'যে বাড়িতে সুন্দরী গুণবতী মেয়ে থাকত, তাদের লুঠ করে নিয়ে যেত।' নীলা থামল, 'আমাদেরও তো সিন্ধুকীরাই এখানে এনেছে বলো চাঁদুমাসি। আমরা কেউই তো এখানে স্বেচ্ছায় আসিনি! আমার সোয়ামি এই দ্বীপের একটা নাম দিয়েছেন, জানো!'
'কী নাম?'
'কৃষ্ণসিন্ধুকী। আন্দামান তো কালাপানি। কালো মানে কৃষ্ণ। আবার সিন্ধু মানে সাগর। আন্দামানে তো আমাদের লুঠই করে এনেছে বলো। আমাদের এখানে এনেছে বলেই এই কালাপানিতে গ্রাম হচ্ছে। ফুল ফুটছে।'
🔰🔰 আন্দামান দ্বীপপুঞ্জ! ব্রিটিশদের কুখ্যাত বন্দি উপনিবেশ।। যৌনতার রাজনীতি করে সেখানে নির্বাসিত অসংখ্য মহিলা বন্দিদের মর্মন্তু��� জীবন আলেখ্য এই রোমহর্ষক ঐতিহাসিক উপন্যাসের পটভূমি।।
আন্দামানে গ্রাম গড়ার তাগিদে দাগী আসামীদের শয্যাসঙ্গিনী হতে নিয়ে যাওয়া হত সেই মেয়েদের।। মর্মন্তুদ বিস্মৃতপ্রায় সেই কাহিনীর সমান্তরালে চলেছে বিংশ শতকের গোড়ার অবিভক্ত বাংলার উত্তাল সশস্ত্র স্বাধীনতা আন্দোলন।।
সেলুলার জেল, বিপ্লব, বিশ্বাসঘাতকতা, প্রেম, প্রতারণা, প্রতিশোধ, আর একদল সাহসী বাঙালি আর সেই হারিয়ে যাওয়া বন্দিনীরা।। মর্মন্তুদ সেই কাহিনীর সমান্তরালে চলেছে বিংশ শতকের গোড়ার অবিভক্ত বাংলার উত্তাল সশস্ত্র স্বাধীনতা আন্দোলন।। দামাল উল্লাসকর, ইন্দুভূষণ, বারীন ঘোষ, হেমচন্দ্র কানুনগো, অরবিন্দ ঘোষ। আরো অনেকে।
... এই সমস্ত কিছুর ভিড়ে কালাপানির তীর ধরে এই সুবিশাল উপন্যাসের আদি থেকে অন্তে বয়ে চলেছে মানবতার আদি ও অকৃত্রিম করুণ জয়গাথা!
🔰🔰 পাঠ প্রতিক্রিয়া -
আন্দামানের প্রেক্ষাপটে রোমাঞ্চকর ইতিহাস আশ্রিত উপন্যাস এই কৃষ্ণসিন্ধুকী।। সেলুলার জেল, বিপ্লব, বিশ্বাসঘাতকতা, প্রেম, প্রতারণা, প্রতিশোধ, একদল সাহসী বাঙালি।। আর সেই হারিয়ে যাওয়া বন্দিনীরা।।লেখিকা একটি উপন্যাস বুনেছে ইতিহাসে ঘটে যাওয়া একটি আন্দোলন কে কেন্দ্র করে, গল্পের কিছু চরিত্র উঠে এসেছে ইতিহাস থেকে, আর বাকি চরিত্র লেখিকার কল্পনাপ্রসূত।। উপন্যাসটি টানটান পড়তে ভালো লেগেছে, কিছু কিছু চরিত্র বড়ই আলগা ধরনের লেগেছে, লেখিকা চাইলে আরেকটু আলোকপাত করতে পারতেন।। উপন্যাসটি লিখতে যথেষ্ট পড়াশুনা করতে হয়েছে তা বইটি পড়ে বোঝা যায়।। লেখিকা সমান্তরালে দুটি সময় দেখতে চেয়েছেন, স্বদেশী আন্দোলন বাংলায় আর আন্দামানে সেলুলার জেলের বন্দীদের জীবন।। প্রত্যেক চরিত্র এরই নিজস্ব অতীত তুলে ধরেছেন লেখিকা, কয়েকটি ছাড়া।। বইটি পড়তে মোটামুটি লেগেছে, একবার পড়ার জন্য বইটি ঠিক আছে।।
দীপ প্রকাশন এর কাজ বেশ ভালো, শুধুমাত্র একটি জায়গায় নীলা আর লীলা এই দুটি নামের মধ্যে প্রিন্টিং এ গোলমাল হয়েছে।।