দেবজ্যোতি ভট্টাচার্য সেই লেখকদের মধ্যে পড়েন যিনি প্রতিষ্ঠিত, সমাদৃত, অথচ যাঁর বই বাজারে পাওয়া যায় না| তাই, সবথেকে আগে সৃষ্টিসুখ প্রকাশনার প্রতি কৃতজ্ঞতা জানাই এই লেখকের কিছু অসামান্য গল্প-কে সুমুদ্রিত ভাবে দুই মলাটের মাঝে পেশ করার জন্যে|
এই বই-এর গল্পগুলো তাঁদের নিয়ে, যাঁদের সৌজন্যে আমরা পৃথিবীতে আসি| কিন্তু প্রচলিত আবেগ-গদগদ ভাবনা বা নারীবাদি উগ্রতা, এর কোনটাই এই গল্পগুলোয় পাওয়া যাবে না| এই গল্পগুলোর সর্বাংগে লেগে আছে ভাঙা চাঁদের আলো আর কুয়াশার মতো এক রহস্যময়তা, যা পাঠক-কে থমকে দেয়, ভাবতে বাধ্য করে, আর গলার কাছে তৈরি করে একটা দলা-পাকানো কষ্ট| কিন্তু এতেই এই গল্পরা ক্ষান্ত হয় না, তারা তাদের অতুলনীয় ভাষা দিয়ে আমাদের ঘিরে রাখে গল্প শেষ হয়ে যাওয়ার পরেও| পাঠকেরা অনেকেই হয়তো নানা সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় এই গল্পগুলোর সম্মুখীন হয়েছেন, তাঁদের জ্ঞাতার্থে গল্পগুলোর তালিকা দিলাম: • বাইশে শ্রাবণ • অলীক বাস্তব • ঈশ্বরী • জাদুকর • মা নিষাদ • নিষিদ্ধ ফল • কুমির ও কুমারীর উপাখ্যান • চক্ষুদান • যশোদা • খাদ • অচিন পাখি • গোপন কথাটি • মহানগর যদি আপনি ছোটগল্পের সংক্ষিপ্ত পরিসরে সময়ের গভীরতা আর জীবনের অমোঘ রহস্য সন্ধানে আগ্রহী হন, তবে এই বইটি আপনার জন্যে| আমি একটি স্টার কমিয়ে মূল্যায়ণ করলাম কারণ: গল্প-গুলোর প্রেক্ষাপট-সহ লেখকের বয়ানে একটি মুখবন্ধ আশা করেছিলাম, কিন্তু সেটা আমার ব্যাপার| আপনাকে অনুরোধ, বইটি পড়ুন, আর যদি পারেন তবে আমাদের আশে-পাশে অবহেলিত ও লাঞ্ছিত ঈশ্বরী-দের কথা একটু ভাবুন, হয়তো পৃথিবীটা আর একটু বেশি বাসযোগ্য হবে তাহলে|