বছর আটেক আগের কথা, শীর্ষেন্দুর অদ্ভুতুড়ে সিরিজের একটা বই খুজতে খুজতে বেইলী রোডের সাগর পাবলিশার্সে গিয়ে যথারীতি সেখানেও না পেয়ে ' মিতিন মাসীর' এই ছোট্ট বই টা নেওয়া এবং অদ্ভুত ভাবে সেটা এতবছর রয়েও গেল না পড়েই ! তা এইবার লকডাউনের কল্যানে ছিমছাম এই বই টা পড়া হলো ! আসলে, মিতিন মাসীর প্যাটার্নটা ঠিক কনভেনশনাল গোয়েন্দাদের মত তো না! তাই পড়বার সময় একধরনের আগ্রহ কাজ করে। এটা একটা ভাল বিষয়।সবমিলিয়ে, একটা কিশোর উপযোগী কন্টেন্টে সহজ সরল রহস্য গল্প !