প্রিয় লেখিকা + ১২ টি কিশোরপাঠ্য ছোটগল্প = ❤️
১২টি ছোটগল্প সম্বলিত ১৭৬ পাতার একটি ছোট্ট বই এটি। একদিনেই শেষ করে ফেলার মতোন তো বটেই। ১২ টি গল্প যথাক্রমে -
১) জার্মান গণেশ - মজার গল্প
২) বুড়ির ভূত - মজার গল্প
৩) চোরং দেহি চোরং দেহি - মজার গল্প
৪) পটলমামার কেরামতি - মজার গল্প
৫) দারিৎসু - মজার গল্প
৬) বিমানবিহারীর বিমানযাত্রা - মজার গল্প
৭) বার্বেলিয়া - মজার গল্প
৮) টুটানমামার বিপদ - মজার গল্প
৯) শেষ ভেলকি - ভূতের গল্প
১০) ব্যুমেরাং - মজার গল্প
১১) চারুহাসিনীর দেওয়াল-সিন্দুক - মানবিকতার গল্প
১২) শুশুনিয়ার বাংলোয় - ভূতের গল্প
গল্পগুলি ছোটগল্প বলে আলাদা করে আলোচনার সেরকম কোন স্কোপ নেই। তবুও কিছু গল্প বাকিদের তুলনায় বেশ ভালো লাগায়, সেগুলি নিয়ে কিছু কথা বলা যেতে পারে।
বইটির প্রচ্ছদ-কাহিনি "জার্মান গণেশ" গল্পটি বেশ মজাদার। গল্পের সাথে সামঞ্জস্য রেখে এমন সুন্দর প্রচ্ছদ খুব কম বইতেই পেয়েছি। গল্পটা পড়লে প্রচ্ছদের সাথে মিলগুলো আরো বুঝতে পারা যায়।
"দারিৎসু" গল্পে রয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কিরীটী, শার্লকের ক্রসওভার। কিন্তু গল্পের মধ্যমণি ঘনাদা।
মজার গল্পের মধ্যে সবচেয়ে মজাদার লেগেছে "চোরং দেহি চোরং দেহি" গল্পটি। কিপটে চরিত্র নিয়ে গল্প সবসময়ই বেশ মজাদার হয়ে ওঠে তা আবারও প্রমাণিত।
দুটি ভূতের গল্প "শেষ ভেলকি" এবং "শুশুনিয়ার বাংলোয়"-এর মধ্যে "শেষ ভেলকি" গল্পটাই বেশি ভালো, অন্যটি একদমই টিপিক্যাল ভূতের গল্পের প্লট।
সবমিলিয়ে বলতে গেলে এই বইয়ে এমন কোন গল্প অবশ্যই নেই যা পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করা চলে কিন্তু সহজপাচ্য (সহজপাঠ্য) গল্পও মনকে আনন্দ দিয়ে যায়। এগুলিও তাই এবং তার কৃতিত্ব লেখিকার নিজেরই। বড়দের লেখার পাশাপাশি তিনি ছোটদের জগতেও বেশ সাবলীল ছিলেন।