টানটান গদ্যে লেখা তিনটি উপন্যাসিকা আছে এই বইয়ে। তারা হল~
১. অমৃত: বন ধর্ম বনাম বৌদ্ধ ধর্মের মধ্যে হওয়া সহস্রাব্দী-প্রাচীন যুদ্ধ কি শেষ হয়েছে আজও? নাকি জীর্ণ বসনের মতো পুরোনো শরীর ও পরিচয়কে ফেলে আসা চরিত্রদের মধ্য দিয়ে তাদের লড়াই চলেছে আজও?
২. রেণু ভিলা: যন্ত্রণার্তদের অভিশাপ আজও কেন গুমরে মরে ওই পাহাড়ি বাড়িতে? এর প্রতিকার কি করতে পারবে কেউ?
৩. মৃত্যুহীন: মধ্যযুগের তুর্কি হানাদারদের হাত থেকে স্বভূমিকে রক্ষা করার জন্য স্বেচ্ছায় 'অ-মানুষ' হওয়ার অভিশাপ ধারণ করেছিলেন এক শাসক। বিংশ শতাব্দীর পৃথিবীতে কি তাঁর ও তাঁর প্রতিনিধিদের টিকে থাকা আদৌ সম্ভব?
গল্পগুলো পড়তে বেশ লাগে। তবে খুব ঘন-ঘন জাম্প-কাটের মাধ্যমে দৃশ্যান্তর হতে থাকে বলে পড়ার অভিজ্ঞতাটা ঠিক মসৃণ বা উপভোগ্য হয় না।
প্রচ্ছদটি অসামান্য। কিন্তু ভেতরে একটিও অলংকরণ পেলাম না দেখে কিঞ্চিৎ হতাশ লাগল।