What do you think?
Rate this book


96 pages, Hardcover
First published February 1, 1995
জাহানারা ইমামের জীবনের শেষ কিছুদিন নিয়ে শাহরিয়ার কবীরের প্রত্যক্ষদর্শী হিসেবে বয়ান। তৎকালীন সরকারি দল বিএনপির দমন পীড়ন থেকে শুরু করে বাম নেতাদের বাঁ হাত গলানো সবই এসেছে। বিশেষভাবে আগ্রহদ্দীপক ছিলো ঘাতক দালাল নির্মূল কমিটি ও সমন্বয় কমিটির সাথে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নানা সময়ের কথোপকথন। আজ ৩০ বছর পর আমরা যে চোখে ওই সময়টা দেখি, এবং শাহরিয়ার কবীর নিজেও যে দৃষ্টিভঙ্গি প্রচার করেন, তার সাথে তখনকার পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর আচরণের বর্ণনা বেশ আলাদা। ১৯৯৫ সালে শাহরিয়ার কবীর যা লিখেছেন, এখন সুযোগ পেলে সেগুলো অনেকাংশ নিজেই অস্বীকারও করতে পারেন।
আসিফ নজরুলের বাটপারির কথা পড়ে মজা পেলাম। বিশিষ্ট গণতন্ত্রের ধ্বজাধারী আইনের শিক্ষক যুদ্ধপরাধীদের তালিকার জন্য গবেষণার দায়িত্ব নিয়েও কমনওয়েলথ স্কলারশিপের লোভে পড়ে সে কাজ ফেলে রাখেন, আবার জাহানারা ইমাম আমেরিকায় চিকিৎসাধীন থাকায় তাঁর নাম করে এ বিষয়ে বাকিদের কাছে ক্রমাগত মিথ্যা কথাও বলে যান। শেষ পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা অসমাপ্ত রেখে জাহানারা ইমাম দেশে ফেরার পর আসল কথা বের হয়ে আসে।