আমি শৈলেন ঘোষের লেখা কখনো পড়ি নি। এই প্রথম পড়লাম। পড়ে যারপরনাই অবাক হয়েছি। বাচ্চাদের জন্য লেখা গল্পগুলো এত সুন্দর। বলা ভালো,প্রথম দিকে বই টা পড়া হবে ভাবি নি। বইটা ডাউনলোড করে একটু উল্টে পাল্টে দেখতে দেখতে প্রৎম গল্পটা পড়লাম। নাম টুং এর বন্ধু ঝুমঝুমি। এই গল্পটা এতো ভালো লাগলো যে পরের গল্পটা ও পড়ে ফেললাম। এই করে কখন যে পুরো বইটা শেষ করে ফেলেছি টের পাই নি। ছোটদের তো বটেই,বড়দের ও মন্দ লাগবে না।