৪.৫/৫ এক ছিলো বুড়ো আপেলগাছ।তার ডালে পাখি বসে না,তার শাখায় সবুজ পাতা নেই,আপেল নেই।একদিন জয় নামের এক পাখি এসে বসলো আপেলগাছের ডালে।সেই পাখি গাছের সাথে গল্প করতো,গান শোনাতো।কিন্তু আসন্ন শীত থেকে বাঁচার জন্য জয় চলে যাবে বনসবুজের দ্বীপে।সে আপেলগাছের জন্য কী নিয়ে আসবে জানতে চাইলে উত্তর পেলো,"পারিস তো আমার জন্যে একটু ভালোবাসা নিয়ে আসিস।" এ উপাখ্যান জয় ও তার সঙ্গী টুটুর সেই ভালোবাসা অন্বেষণ,অভিযান ও বন্ধুত্বের গল্প;মানুষের মহত্ত্ব ও হিংস্রতার গল্প যা মনকে একইসাথে উৎফুল্ল ও বিমর্ষ করে তোলে। শৈলেন ঘোষের এই অনবদ্য উপাখ্যানটি সবার জন্য পাঠ্য।