রাত তখন বারোটা। সারা পাড়া নিঝুম। পঞ্চপাণ্ডবের অন্যতম নায়ক বাবলু তখনও জেগে। একটা রোমাঞ্চকর গল্পের বইতে মগ্ন। ঠিক তখনই দরজায় শক্ত হাতের টোকা। দরজা খুলেই সভয়ে পিছিয়ে এল বাবলু। কালো চশমা পরা সুবেশ এক বৃদ্ধ দাঁড়িয়ে, তাঁর মুখ গলিত, বিকৃত, বীভৎস। আসলে তিনি বাবলুরই এক আত্মীয়, কিন্তু চেহারা দেখে কে চিনবে? তাঁর মুখেই শুনল বাবলু, কীভাবে একদল শয়তান তাঁর স্ত্রী ও কন্যাকে হত্যা করেছে, একমাত্র ছেলেকে করেছে নিরুদ্দেশ। এদের হামলাতেই তাঁর মুখ অ্যাসিডে দগ্ধ, একটি চোখ নষ্ট। তিনি আজ পাণ্ডব গোয়েন্দাদের সাহায্যপ্রার্থী। কারা এই নৃশংস হামলাকারী? কেন তাদের এত আক্রোশ? পাণ্ডব গোয়েন্দকাহিনীর এই নতুন অভিযানকাহিনীর প্রথম পাতা থেকেই এক অপ্রতিরোধ্য কৌতূহল। রাজগীরের পটভূমিকায় লেখা এই টানটান উত্তেজনাময় উপন্যাস শেষ পৃষ্ঠা পর্যন্ত একইরকম কৌতুহলকর।
Sasthipada Chattopadhyay (born 9 March 1941) was an Indian novelist and short story writer predominantly in the Bengali language. He was a well-known figure, famous for his juvenile detective stories, namely, the 'Pandob Goenda' series, as well as his contribution to children's fiction in general.
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়-এর জন্ম ২৫ ফাল্গুন ১৩৪৭। ইংরাজি ১৯৪১। মধ্য হাওড়া খুরুট ষষ্ঠীতলায়।
কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনার শুরু। ১৯৬১ সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় আলোচনীর সঙ্গে লেখালেখি সূত্রে যুক্ত থাকলেও ১৯৮১ সালে প্রকাশিত ছোটদের জন্য লেখা ‘পাণ্ডব গোয়েন্দা’ই লেখককে সুপ্রতিষ্ঠিত করে। ‘পাণ্ডব গোয়েন্দা’র জনপ্রিয়তার পর থেকে বিরামহীনভাবে লিখে চলেছেন একটির পর একটি বই। মূলত অ্যাডভেঞ্চারপ্রিয়, তাই দেশে দেশে ঘুরে যে-সব দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তারই প্রতিফলন ঘটিয়েছেন তাঁর প্রতিটি লেখার ক্ষেত্রে।