লোকায়ত ও আধুনিক মিলিয়ে পনেরটি রূপকথা আছে এ বইতে। বাংলা ভাষার বিখ্যাত রূপকথার সংকলক বলা যায়।
***লোকায়ত রূপকথা
লাল বিহারী দে * সাত মায়ের এক ছেলে * আগে কথা পরে কাজ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী * টুনটুনি আর রাজার কথা দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার * পাতালকন্যা মণিমালা * শীত-বসন্ত যোগীন্দ্রনাথ সরকার * সাত ভাই চম্পা জসীম উদ্দীন * ডালিমকুমার
***আধুনিক রূপকথা
রবীন্দ্রনাথ ঠাকুর * তোতাকাহিনী * সুয়োরানির সাধ অবনীন্দ্রনাথ ঠাকুর * ক্ষীরের পুতুল সুখলতা রাও * লালু আর ভুলু সুকুমার রায় * রাজার অসুখ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় * পরির চুমু * আঙুর-পরি ডালিম-পরি প্রেমেন্দ্র মিত্র * অপরূপ কথা
১৯৭৮ সালে ঢাকা খিলগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ১৯৮০ সালে এইচ এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকা কলেজ থেকে ১৯৮৩ সালে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক এবং ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর। ছোটদের জন্য গল্প কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিত হলেও সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা ও গবেষণামূলক প্রবন্ধ, সংস্কৃতি-বিষয়ক রচনা ও সাহিত্য-সমালোচনা লিখছেন। অনুবাদ-রূপান্তর ও পুনর্কথনমূলক লেখালিখিও রয়েছে কিছু। বর্তমানে বাংলা শিশুসাহিত্য নিয়ে এবং সাহিত্যপত্রিকা ও লিটল ম্যাগাজিন বিষয়ে স্বাধীনভাবে গবেষণা করছেন। রচিত-অনূদিত-সম্পাদিত বইয়ের সংখ্যা পঞ্চাশের বেশি। শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের গঠন যুগে দীর্ঘ ১৭ বছর যুক্ত ছিলেন কর্মী হিশেবে। বর্তমানে চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত। এছাড়াও বইয়ের জগৎ নামে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন সম্পাদনা করছেন।
ব্যস্ততার কারণে কিংবা আগের মত ধৈর্য্য অবশিষ্ট না থাকায় কয়েক বছর ধরে আগের মত তেমন একটা বই পড়া হয়ে উঠছে না। তবে ইদানীং এসব বাচ্চাকাচ্চাদের বই পড়তে খুব ভালো লাগে। তাই রাজ্যের সব ছোটবেলার বই, রূপকথা, কিশোর উপন্যাস আর তিন গোয়েন্দার ধূলো ঝাড়া অভিযান শুরু হয়েছে। ছোটবেলায় আমার মত অনেকেরই হয়তো এই বইটি খুব প্রিয় ছিল। সেদিন কি মনে করে ছোটবেলার সব পুরানো বইয়ের গাদার ভিতর থেকে এটাকে বের করলাম। যদিও কয়েক বছর ধরে আম্মু আমার হাজার নিষেধ সত্ত্বেও ছোটবেলার বইগুলো পিচ্চি কাজিনদের বিলানো শুরু করায় এখন আর খুব একটা গর্ব করার মত সংগ্রহ নেই। কিন্তু তাও যেটা আছে অনেকদিন ধরে পড়ে ফেলা যাবে। তা যাই হোক, ধুলো ঝেড়ে উল্টে পাল্টে দেখে পড়া শুরু করলাম। বুঝতে পারিনি বড় হয়েও এত ভালো লাগবে পড়তে। তবে হ্যাঁ, ছোটবেলার “সেই” ভালো লাগাটা হয়তো এখন আর নেই। তাইতো সাত মায়ের এক ছেলে, ডালিমকুমার, সাত ভাই চম্পা, আঙুর-পরি ডালিম-পরি, পাতালকন্যা মণিমালা, লালু আর ভুলু তখন গ্রোগাসে গিললেও এখন খুব হাস্যকর লেগেছে। আবার রাজার অসুখ, তোতাকাহিনী, ক্ষীরের পুতুল, টুনটুনি আর রাজার কথা যেন কোনদিন পুরানো হবার নয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের নানান দেশের রূপকথার এই সেটটি অসম্ভব পছন্দ ছিল। কিন্তু আপাতত কালেকশনে শুধু এটাই ছিল। তাই ঠিক করে ফেলেছি রূপকথার বাকি বইগুলো সামনের বইমেলাতেই কেনা হবে। যতই হাস্যকর আর অর্থহীন হোক না কেন, এসব পড়তে আজীবন ভালো লাগবে।
“Some day you will be old enough to start reading fairy tales again.” ― C.S. Lewis