হায়াৎ মামুদের প্রাঞ্জল অনুবাদ আর করোভিন সাহেবের সহজবোধ্য বর্ণনা ইতিহাসকে করে তুলেছে থ্রিলিং আর আগ্রহোদ্দীপক। ইতিহাসের প্রথম পাঠ হিসেবে বইটি বেশ হতে পারে।
বইটিতে প্রাচীন গ্রিস ও রোমের ইতিহাস ও খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে পম্চিম রোমান সাম্রাজ্যের পত পর্যন্ত বর্ণনা করা হয়েছে । কোনও অধ্যায়ে প্রাচীন পৃতিভীর ধর্মীয় মত, চিত্রকলা এবং সংস্কৃতি আলোচনাকে অন্তুর্ভূত করা হয়েছে ।