প্রতিভা বসুর গদ্য বলার ধরণটি বড়োই মনমুগ্ধকর। এক নিশ্বাসে অনেককিছু বলেন, তারপর ভাবনার জানালা খুলে বসতে হয়, কী হচ্ছে চরিত্রগুলির জীবনে! 'হৃদয়ের বাগান' উপন্যাসের মূল যে নারীচরিত্রটি ; সে অসাধারণ, তাকে কোনো পাল্লাতেই ওজন করবার নয়। পড়ার মত বই তবে না পড়লেও ক্ষতিবৃদ্ধি নেই, মাস্টরিড খেতাব দেবো না।