সামারি -
বিজ্ঞানী ড. মালিহা মার্কিন যুক্তরাষ্ট্রের কিউটি ফার্মার গবেষক। তার গবেষণার বিষয় জিন এডিটিং। এক গভীর রাতে সে জিন এডিটিংয়ের মাধ্যমে চুল পড়া সমস্যার সমাধান বের করে ফেলে।
কিন্তু এই সমাধান তাকে এনে ফেলে নতুন এক সমস্যার দ্বারপ্রান্তে। ফিসফিসে একটা গলার আওয়াজ শুনতে পায় ড. মালিহা। সেটা তাকে আগে থেকেই বিভিন্ন বিষয়ে সাবধান করে দেয়। সেই আওয়াজ অন্য কেউ শুনতে পায় না।
অবস্থা এমন দাঁড়ায় যে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। তারপরেও কণ্ঠস্বরটা যখন তখন কানে কানে কথা বলতেই থাকে। এর মধ্যে গভীর এক ষড়যন্ত্রের গন্ধ পায় মালিহা।
কেউ আর তাকে বিশ্বাস করে না। একসময় তার নিজের কাছেই নিজেকে মনে হয় মানসিক রোগী। কিন্তু সেটাই কি আসল ব্যাখ্যা? জীবন-মরণ সমস্যা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় ড. মালিহা। তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ আর ট্রিনিটি নামের অদৃশ্য কেউ! সায়েন্স ফিকশন লেখক মোস্তফা তানিমের জাদুকরি লেখার গুণে ট্রিনিটি ও ড. মালিহা হয়ে উঠেছে টানটান উত্তেজনাপূর্ণ দুর্দান্ত থ্রিলার সায়েন্স ফিকশন।