ড. আহমদ শরীফ জীবনভর কাজ করেছেন আমাদের বদ্ধ মানসিকতা, কুসংস্কার আর ধর্মান্ধতার বিরুদ্ধে। অন্যদিকে মধ্যযুগের সাহিত্যের অন্ধকারে গভীর আলো ফেলে তিনি তুলে এনেছেন অজস্র মণিমুক্তা। সাহিত্য, সমাজচিন্তা, মুক্তবুদ্ধি, মুক্তচিন্তা এবং মানব চেতনার নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রবন্ধগুলো। সারা জীবন তিনি গবেষণা ও চিন্তাচর্চার ভিতর দিয়ে বিপুল পরিমাণ প্রবন্ধ রচনা করেছেন। সেখান থেকে বাছাই করা এই ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’ বইয়ে তাঁর স্বদেশ, স্বভাষা, সজাত্য, স্বসাহিত্য, স্বসত্তার ভাবনার কথাগুলো তুলে ধরা হয়েছে। আমাদের বোধ জাগ্রত করতে এই বই খুব কাজে লাগবে।