"হাসিমারায় চৈতালি দুপুর যতই দামাল হোক, সন্ধে খুব বাধ্য, নিয়ম করে পড়তে বসার মতো বৃষ্টি এসে স্নিগ্ধতা মাখিয়ে দিয়ে যায় একরাশ।"
বইয়ের বিষয় - কলকাতা, একান্নবর্তী পরিবার, শহরায়নে বাড়তে থাকা দূরত্ব, পুরুষ ধর্ষণ ইত্যাদি। ভাষায় কাব্যিক সৌন্দর্য আছে একধরনের। নস্টালজিয়া আছে, যা আমার ভালো লাগে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত।