নিজে দারুণ শিকারী বুদ্ধদেব গুহ, আর তাই শিকারকাহিনি লেখাতেও যেন জুড়ি নেই তাঁর। জঙ্গলমহল একেবারে জ্যান্ত চেহারায় হাজির তাঁর লেখায়— তার মহিমা ও মাধুর্য, হিংস্রতা ও সারল্য, শব্দ ও নৈঃশব্দ্য এ নিয়ে অবিকল। বুদ্ধদেব গুহর শিকারকাহিনি মানেই স্বতন্ত্র স্বাদ। শুধু-যে ভারতীয় জঙ্গল নিয়েই লিখেছেন বুদ্ধদেব গুহ তা নয়, লিখেছেন সুদূর আফ্রিকার গহন আরণ্যক পটভূমিকাতেও। রহস্য-রোমাঞ্চে টানটান বুদ্ধদেব গুহর শিকারকাহিনির প্রধান নায়ক ঋজুদা। আর শিকারি ঋজুদার ক্ষুদে সাকরেদ শ্রীমান্রুদ্র, যার জবানিতে ঋজুদার যাবতীয় শিকারের অভিজ্ঞতা বর্ণিত। সেই ঋজুদা ও রুদ্রেরই সমূহ শিকারকাহিনি নিয়ে খণ্ডে-খণ্ডে বেরুচ্ছে ‘ঋজুদা সমগ্র’।
This volume includes four Rijuda novels. The list is 1. Gugunogumbarer Deshe. In the country of the Gugugunogumbars. This is the story of Rijuda and Rudra's encounter with poachers in African plains 2. Albino. This story surrounds mysterious deaths by in a villa. 3. Ru-Aha. 4. Ninikukarir Bagh. The Tiger of Ninikumari.
Buddhadeb Guha (Bengali: বুদ্ধদেব গুহ) is a popular Bengali fiction writer. He studied at the well-known St Xavier's College of the University of Calcutta.
His novels and short stories are characterized by their dreamy abstractness and romantic appeal. His essays reveal the soul of a true wanderer providing some of the most beautiful renditions of travel in Bengal. His love for forests and nature provide the background for many of his novels.
A highly successful chartered accountant by profession, and an accomplished musician, Guha is very urbane in his lifestyle. He was one of the first to create characters representing easy-going, upper middle-class modern Bengali families, whom readers could identify with, and that gave him instant popularity.
He is the recipient of many awards including Ananda Puraskar, 1976; Shiromani Puraskar; and Sharat Puraskar.
The Library of Congress has over fifty titles by him. His most famous novel, according to many, is Madhukori. It is considered a milestone in Bengali literature. He is also the creator of Rijuda, an imaginary character who moves about in jungles with his sidekick Rudra. The jungles that he wrote about were mainly in Eastern India.
ঋজুদা সমগ্র ২ indie cinema হলে সমগ্র ১ হচ্ছে ব্লকবাস্টার সিনেমা।ধুমধাড়াক্কা মারামারি,গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া,রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স-সবই আছে। গুগুনোগুম্বারের দেশে সারভাইভাল থ্রিলার।শেষ অংশটুকু টানটান উত্তেজনাপূর্ণ। এলবিনো তে ঋজুদা আবার আবির্ভূত হয়েছেন গোয়েন্দা হিসেবে।রহস্য,হাস্যরস,জমজমাট ক্লাইম্যাক্স-সব দিক থেকেই উপন্যাসটা দুর্দান্ত। নীনীকুমারীর বাঘ উপন্যাসে আছে এক হতদরিদ্র জনপদ আর অলৌকিক বাঘ,যার হাতে ঋজুদা আর রুদ্র বারবার ঘায়েল হয়। রুআহা পুরোপুরি মারকাটারি হলিউডি একশন থ্রিলার।এর মধ্যেও রুআহা-তে আছে প্রকৃতির সান্নিধ্য,আছে অরণ্যের আলিঙ্গন;শান্ত,স্থিরভাবে জীবন ও প্রকৃতিকে দেখার আকুলতা।এই আকুলতাই ঋজুদা সিরিজকে অনন্যতা দিয়েছে।এই আকুলতাই অতিনাটকীয়তা সমৃদ্ধ লেখাগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলেছে।ঋজুদা অনায়াসে তার চেয়ে বয়সে ছোটদের নেতৃত্ব মেনে নিতে পারেন।মাঝেমাঝেই তাকে ছাপিয়ে রুদ্র বা তিতিরের ভূমিকা মুখ্য হয়ে ওঠে। সংকলনভুক্ত দুটি উপন্যাসে অতিরিক্ত সহিংসতা (শত হোক,ছোটদের বইয়ের ট্যাগ লাগানো) ও লেখকের ইনফো ডাম্পিং(ঋজু গাঙ্গুলীর ভাষায় "জ্ঞানদা স্বভাব") ভালো লাগেনি।এটুকু বাদ দিলে বলা যায়, পুরো সংকলনটি আদ্যোপান্ত উপভোগ করেছি আর পড়তে পড়তে ভেবেছি,"এই বুড়ো বয়সেও নতুন একজন প্রিয় দাদা পেয়ে গেলাম।কি আশ্চর্য!"
বইটায় যে লেখাগুলো আছে, তাদের প্রত্যেকটাই প্রথম প্রকাশের পরেই পড়েছিলাম। প্রথম পড়ার সেই অনুভূতি খুব স্বাভাবিক ভাবেই পরে, এই সমগ্র-র মাধ্যমে, ফিরে পেলাম না। তবে ছোটোবেলার স্মৃতিগুলো একটু সবুজ আর তাজা হয়ে উঠল। লেখাগুলো অসামান্য। তার ওপর এই বিশেষ খণ্ডটি সুব্রত গঙ্গোপাধ্যায়-এর প্রচ্ছদে এবং লেখাগুলো গ্রন্থাকারে প্রথম প্রকাশ সংক্রান্ত তথ্য সহ সামনে আসায় বইটা আক্ষরিক অর্থে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। পড়ে ফেলুন!
বুদ্ধদেব গুহ-র লেখা জঙ্গলের বর্ণনা পড়ে মুগ্ধ হতে হয়। প্রথম মুগ্ধতা, 'ঋজুদা' দিয়েই। কলেজে থাকতে প্রথম পড়া। জঙ্গলের রূপ, জানোয়ারের বর্ণনা পরিচিতি আর সেই সঙ্গে খানিকটা অ্যাডভেঞ্চার। মুগ্ধ না হয়ে উপায় কি!
কিন্তু সে মুগ্ধতা কেটে গেছে, বয়সের দোষে। চারটা গল্প নিয়ে সাজানো এই সমগ্রের কোন গল্পই পূর্ব পঠিত না। পড়তে গিয়ে দেখলাম, পুরোপুরি ডুবে যেতে পারছি না।
'গুগুনোগুম্বারের দেশে', আফ্রিকায় ঋজু-রুদ্রর অভিযানের গল্প। চোরাশিকারিদের ধরতে ঋজুদার এই অভিজানে গুলি খায় ঋজু বোস। তাকে উদ্ধার করে রুদ্র, মাসাই সর্দারের সহায়তায়।
'অ্যালবিনো' মানে সাদা, সাদা হয়ে যাওয়া রঙের বাঘ শিকারের টোপ দিয়ে ঋজুদাকে দাওয়াত দেওয়া হয় জঙ্গুলে এক জমিদারিতে। মামা ভাগ্নের সংসারে ঢুকে ওরা টের পায়, রহস্য আছে গুরুতর।
আফ্রিকায় বিশ্বাসঘাতক ভুষুন্ডাকে ধরতে গেলো ঋজু, রুদ্র। সঙ্গে নতুন সঙ্গী তিতির। রুদ্রর বয়সী মেয়েটা আগ্নেয়াস্ত্রে রুদ্রকে ছাড়িয়ে যায়। তাদের সেই অভিযানের গল্প 'রুআহা', যা কিনা একটা নদীর নাম।
'নিনিকুমারীর বাঘ', এ আয়োজনের সবচেয়ে উপভোগ্য গল্প। বহুদিন আগে আহত এক বাঘ, যে পরপর অনেক মানুষ মেরে চলে, তাকে হত্যার জন্য ঋজু রুদ্রর অভিযান। শিকার কাহিনীর সাথে ওড়িয়া মানুষদের জীবন, দারিদ্র্য আর সুখ দুঃখের কথা আছে এ গল্পে। আর আছে বাঘটির অদ্ভুত আচরনের কথা।
ঋজুদার গল্পগুলো এক বসায় পড়ার। পড়েছিও তাই। কিন্তু আগের সেই মুগ্ধ হবার ক্ষমতা নেই। সেই সঙ্গে টের পেলাম কাকাবাবু, ফেলুদা থেকে লেখকের 'অনুপ্রেরণা'। কিছু অতিকথন, রাইফেল চালানো রুদ্রর শিশুসুলভ আচরণ, তিতিরের বহুভাষাজ্ঞান পরিণত বয়সের পাঠককে বিরক্ত করবে।
বনে বাদারে ঘুরে বেড়ানোর নেশা আমার ছোটবেলা থেকেই । সেই সাথে শিকার এর নেশাও । নাহ, বন্দুক দিয়ে না । ক্যামেরা দিয়ে বনের ভেতর শিকার করতে ভীষণ পছন্দ করি আমি । বইটা পড়ার সময়, প্রতিটা মুহুর্তে নিজেকে ঋজুদার সহযাত্রী হিসেবে ভেবেছি । আমার জন্মের আগের লেখা, কিন্তু পড়তে পড়তে ভেবেছি, আমিও ওই সময়ে বসবাসকারী একজন । আমার পড়া অন্যতম সেরা বই । প্রিয় বইগুলোর মধ্যে একটি ।
কলকাতার কলেজ স্ট্রীট থেকে কিনেছি পুরো সমগ্র । প্রতিটা বইয়ের প্রচ্ছদ অসাধারণ । সেই সাথে আমার বইগুলোর ভেতরে ছোটখাটো স্কেচ করে দিয়েছেন বন্ধুবর, আর্টিস্ট অসীম । বইগুলোর বেশীরভাগই পড়েছি ব্যাঙ্গালুর থেকে কলকাতায় যাওয়ার পথে, ট্রেনে বসে । অসাধারণ সেইসব মুহুর্ত ।
ধন্যবাদ বন্ধু শাফিউল আনামকে, এইবইগুলো পড়ার রেফারেঞ্ছ তার কাছ থেকেই পাওয়া ।
আমি বলবো, একবসায় পড়ে শেষ করা যায়, এমন বই ।ঋজুদা সমগ্র ১
যখন মনে হবে বই এবং বই পরার নেশা থেকে অনেক দূরে চলে যাচ্ছ ঠিক এরকমই একটা বই তোমায় আগাগোড়া ভুল প্রমাণ করবে। ঋজুদা পরার স্বপ্ন পূরনের সাথে সাথে বুদ্ধদেব গুহ র লেখনীর সাথে ও পরিচয় হয়ে গেল। এককথায় অনবদ্য। যেভাবে উত্তেজনার পারদ চরেছে এবং পরেছে তার কথা নাই বা বললাম। শিখলাম অনেক কিছুই প্রকৃতি থেকে মনুষ্যত্ব! যে নিতে পারবে এই বই থেকেই জীবনের অর্ধেক শেখা হয়ে যায়। এমন আরও অনেক শিক্ষণের অপেক্ষায় রইলাম।
আমার শিকার কাহিনী পড়ার হাতেখড়ি ঋজুদার মাধ্যমে। ঋজুদার সমগ্র ১ এ ৪টি গল্প স্থান পেয়েছে যেগুলোর সবগুলো যথেষ্ঠ সাবলীল ভাবে বর্ননা করা হয়েছে। আফ্রিকার পটভূমি থেকে কলকাতার জঙ্গলের বর্ণনাগুলো করতে লেখক কোনো কৃপণতা দেখাননি। যাদের শিকার কাহিনী পছন্দ সাথে এডভেঞ্চার ও রহস্য দরকার তারা চোখ বন্ধ করে বেছে নিতে পারেন ঋজুদা সমগ্র কে।
This is another book of Buddhadev Guha that I have read countless number of times. The beauty of nature, the jungles, the flora and fauna come up as lively pictures through the pen of the author.