ধ্রুব এষ। জন্ম ১৯৬৭। সুনামগঞ্জের উকিলপাড়ায়। বাবা শ্রী ভূপতি এষ। মা শ্রীমতী লীলা এষ। দেশের অপরিহার্য প্রচ্ছদশিল্পী। রঙে, রেখায় কত কিছু যে আঁকেন! গত তিন দশক ধরে বাংলাদেশের প্রচ্ছদ শিল্পের একচ্ছত্র অধিপতি।
এ যাবৎ প্রায় বিশ হাজার প্রচ্ছদ এঁকেছেন। প্রচ্ছদের পাশাপাশি লেখালেখিও করেন। সব ধরনের লেখাতেই সিদ্ধহস্ত। কী ছোটদের কী বড়দের—সব বয়সি পাঠক তাঁর লেখায় আকৃষ্ট হন সমানভাবে।
তাঁর লেখায় দেখা-না-দেখা জীবন আর মানুষের এক বিচিত্র সম্মিলন ঘটে যেখানে খুঁজে পাওয়া যায় পাওয়াকে, না-পাওয়াকে। জীবনের বহুবর্ণিল বাস্তবতাকে নতুন মোড়কে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই লেখক।
আমার জীবনে আমি এতো বড় বিপদে কখনো পড়িনি। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো পার করছি। নিরপরাধ হয়েও পালিয়ে থাকতে হচ্ছে। চক্রান্তকারীরা আমার পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু চক্রান্তকারীরা যতোই চক্রান্ত করুক না কেন উপরে আল্লাহ আছেন। তিনি কোন নির্দোষের সাথে অন্যায় হতে দিবেন না। আল্লাহ তার বান্দাকে বিপদ দেন পরিক্ষা করার জন্য। হয়তো তিনি এখন আমার পরীক্ষা নিচ্ছেন। বর্তমানে একেকটা দিন কীভাবে যে কাটাচ্ছি আমি নিজেও জানিনা। ছাদে আর পার্কে বসে সারাদিন সময় কাটাই। অন্যমনস্ক হয়ে শুধু তাকিয়ে থাকি সামনের দিকে। এ ছাড়া আর আমার করার কিছু নেই। কিছু করতে ইচ্ছে করে না। কিছু করতে ভালো লাগে না। এই মন খারাপের সময় অনিচ্ছা থাকলেও অনেক জোর করে বইটা পড়ে শেষ করেছি।
This entire review has been hidden because of spoilers.