বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের মধ্যে অন্যতম সত্যজিৎ রায়কে নিয়ে বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক চণ্ডী মুখোপাধ্যায়ের গবেষণাধর্মী এই গ্রন্থটি কেবল সত্যজিতের চলচ্চিত্রের বিশ্লেষণ নয়, বরং তাঁর জীবন ও সৃষ্টির এক সামগ্রিক ও অনুসন্ধানী দলিল।
গ্রন্থটি সহজবোধ্য এবং তথ্যে সমৃদ্ধ। যদিও বইটিতে একই তথ্যের পুনরাবৃত্তি হয়েছে। তবুও চণ্ডী মুখোপাধ্যায়ের ঋদ্ধ ভাষা ও বিশ্লেষণ ক্ষমতা পাঠককে ধরে রাখে।