রকিব হাসান বাংলাদেশের একজন গোয়েন্দা কাহিনী লেখক। তিনি সেবা প্রকাশনী থেকে প্রকাশিত তিন গোয়েন্দা নামক গোয়েন্দা কাহিনীর স্রষ্টা। তিনি মূলত মূল নামে লেখালেখি করলেও জাফর চৌধুরী ছদ্মনামেও সেবা প্রকাশনীর রোমহর্ষক সিরিজ লিখে থাকেন। থ্রিলার এবং গোয়েন্দা গল্প লেখার পূর্বে তিনি অন্যান্য কাজে যুক্ত ছিলেন। তিনি রহস্যপত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন।রকিব হাসান শুধুমাত্র তিন গোয়েন্দারই ১৬০টি বই লিখেছেন। এছাড়া কমপক্ষে ৩০টি বই অনুবাদ করেছেন। তিনি টারজান সিরিজ এবং পুরো আরব্য রজনী অনুবাদ করেছেন। তাঁর প্রথম অনুবাদ গ্রন্থ ড্রাকুলা। রকিব হাসান লিখেছেন নাটকও। তিনি "হিমঘরে হানিমুন" নামে একটি নাটক রচনা করেন, যা টিভিতে সম্প্রচারিত হয়।
তিন গোয়েন্দার প্রথম দিককার খুব কম বইই আছে, যেগুলো একাধিকবার রিভাইস দিইনি। এটা তার ব্যতিক্রম। প্রথমবার অবশ্য পড়েছিলাম প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই, সেই ১৯৯১ সালে। তারপর কোনও এক বিচিত্র কারণে দ্বিতীয়বার পড়া হয়নি। ত্রিশ বছর পর অবশেষে আবার পড়লাম। লক্ষ করলাম, প্রথম পাঠের কিছুই মনে নেই, কাজেই নতুন বই পড়ার মত একটা অনুভূতি হলো... আনকোরা নতুন অরিজিনাল তিন গোয়েন্দা পড়ার অনুভূতি! বোধহয় সেজন্যেই বেশ ভাল লাগল। একটা তারা বাড়িয়ে দিলাম। তবে নিরপেক্ষ দৃষ্টি থেকে বলতে হয়, গল্পটা মোটামুটি মানের, চলনসই। অসাধারণ কিছু না। তারপরেও তিন গোয়েন্দার স্বর্ণযুগের বই বলে কথা। আফসোস, এখন আর সিরিজটায় এ-ধরনের বই পাওয়া যায় না।