ক্লাসিক তিন গোয়েন্দা। পুরনো ভূত, বোট, দ্বীপ, উৎসব, জটিল রহস্য, অ্যাডভেঞ্চার সব মিলিয়ে বেশ জমজমাট। বহুবছর আগে স্কুল জীবনের ডিসেম্বরের শেষের ছুটিতে লেপের নীচে শুয়ে শুয়ে তিন গোয়েন্দা পড়ার সোনালি স্মৃতি গুলোতে ভেসে বেড়ালাম। কিছু কিছু জায়গায় একটু বেশি তাড়াহুড়ো না হয়ে গেলে পাঁচ তারা পেত।