স্বাভাবিক ছন্দে চলা জীবনের সরলরৈখিক মোড়ে অকস্মাৎ হানা দেয় অমাবস্যার ঘোর আঁধার। ভাগ্য সারথি এমন এক দুর্ভেদ্যলীলায় মত্ত ছিল যেখানে পদে পদে লুকোনো ছিল লোমহর্ষক প্রহেলিকার আধিপত্য।
ছদ্ম, সত্য নাকি অন্যরূপ? মনুষ্য খোলস ত্যাগের পর কীরকম দাঁড়ায় প্রকৃত মুখ? সে কী সত্যপ্রিয় কালঝড় নাকি অনিবার্য কোনো ধ্বংসলীলার আগমনী বার্তা?
যারা ডিফেন্স এ থাকে । তাদের প্রতি আমার আগ্রহ আগের থেকেই বেশি। সেটাকে এক ধাপ বাড়িয়ে দেওয়া। এই বই পরে। Syeed ফিহা কে ভালোবাসে এটা সে মুখে না বললেও কাজে প্রকাশ করে এন্ড সে শা একজন বেস্ট অফিসার। পড়লেই বুঝে ফেলবেন।
আমার কাছে পার্সোনালি 'নির্মোচন' রোমান্টি-থ্রিলার হিসেবে এভারেজ লেগেছে। তেমন আহামরি লাগেনি। কাহিনীটাও যথেষ্ট প্রেডিক্টএবল লেগেছে। আমি ফাবিয়াহ্ মমোর লেখা একদম সেই শুরুর দিকে পড়তাম। মাঝে কিছু কারণে ফেসবুকের লেখা পড়া হয়নি। তবে 'নির্মোচন'-এর মাদার স্টোরি 'যদি তুমি জানতে' আমার পড়া। অসাধারণ লেগেছিল তখন। মমোর লেখায় তখন যথেষ্ট সাবলিলতাও ছিল।
এখন কেন জানি না, লেখায় সেই সাবলিলতা আর পাই না। মনে হয় হয়তো ভাব-গাম্ভীর্য আনার চেষ্টাটা একটু বেশি হয়ে যাচ্ছে। এবং ফলস্বরূপ ভাবগাম্ভীর্য না এসে গুরুচন্ডালী এসে যাচ্ছে। আমি বুঝিনা বর্তমান সময়ের অধিকাংশ লেখক-লেখিকারা ন্যূনতম ভাষা জ্ঞানটুকু কেন রাখেনা? চলিত ভাষায় লিখতে চাইলে পুরোটাই উচিত চলিত ভাষায় লেখা। চলিত-সাধু মিলিয়ে এ কি জগাখিচুরি পাকানো হয়! সত্যি বলতে বইটা পড়তে গিয়ে আমি খুবই বোর হয়েছি। অনেক দিন লেগে গিয়েছে বইটা শেষ করতে। ভাষাগত দিক থেকে আরেকটু সহজ আর সাবলিল হলে আসলে লেখার মান নষ্ট হয় না–বরং পাঠকের পড়তে সুবিধা হয়।
অনেক সময় দেখা যায়, স্টোরি লাইন তেমন আহামরি না হলেও, যদি লেখাটা ঝরঝরে আর সাবলিল হয়, তখন কিন্তু বইটা শেষ না করে হাত থেকে রাখা যায় না। আবার কখনো স্টোরি লাইন দারুন হলেও, সাবলিলতার অভাবে খুব বোরিং লাগে। তখন না গেলা যায়, না ফেলা যায়। 'নির্মোচন' পড়তে গিয়ে আমার হয়েছে সেই দশা। স্টোরিলাইন যে খুব ভালো তা না। আমি আসলে কোন বই শুরু করলে শেষ না করে ছাড়তে পারিনা সময় নষ্ট হচ্ছে জেনেও।
btw, 'নির্মোচন'-এর জুনায়েদ সাঈদের চেয়ে 'যদি তুমি জানতে'-র জুনায়েদ সাঈদ was far more better to me. ৮৬০৳ দিয়ে গড়পড়তা ফেসবুকের গল্প পড়ার বিষয়টা খুবই আফসোসের। তখন ফেসবুকেরটাই বেটার মনে হয়।
তাছাড়াও কেন যেন মনে হচ্ছিলো ফিমা চরিত্রটা অহেতুক নেগেভিভ। মানে হয়তো স্টোরি লাইনের সুবিধার জন্য ফিমার নেগেটিভ চরিত্র হওয়ার দরকার ছিলো। কিন্তু একটা মেয়ে অহেতুকই নিজের মধ্যে এতো নেগেটিভিটি ধারণ করবে, নিজেরই আপন ছোট বোনের প্রতি এতো আক্রমণাত্মক হবে, স্ট্রেঞ্জ! ওর ব্যাপারে পড়তে গিয়ে মনে হচ্ছিলো 'ফিমা' তো এতো বোকা মেয়ে না। যেখানে ফিহা তার ছোটবোন হয়েও এতো বেশি বোঝে সেখানে ফিমা সেধে সেধে এতো বিপদে পড়ে! আবার যার বাবা কি-না নিজেই সিক্রেট কোন ইন্টেলিজেন্স সেক্টরে যুক্ত সেখানে তারই নাকের ডগা দিয়ে তার মেয়ে ড্রাগ এডিক্টেড হয়ে গেল আর সে টেরই পেলনা! একটু অড লেগেছে ব্যাপারগুলো। যাইহোক, প্রেম আন্ধা হেঁ। ফিমাও মে বি প্রেমে পড়েই উল্টোপাল্টা করেছে। কিন্তু ওর মনে এতো জায়গা! জুনায়েদ সাঈদ থাকতেও কি অনায়াসে বখাটে ছেলেদের যাতায়াত সেখানে! (মাথা চক্কর দেওয়া ইমোজি)
যাইহোক, অনেক ভালো ভালো দিকও ছিলো উপন্যাসে। তবে আমার কাছে পার্সোনালি ভালোর চেয়ে খারাপই বেশি লেগেছে। মানে আপনি ভাবুন পড়তেই যদি কষ্ট হয়, বোর লাগে তাহলে কীভাবে কি!