যারা তাজউদ্দীন আহমদ সম্পর্কে জানেন না, তাদের জন্য বইয়ের প্রথম অংশটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাজউদ্দীনের দিনলিপি নিয়ে আলোচনা আগ্রহ জাগায়। দিনলিপিতে ছোট ছোট ভুক্তির মাধ্যমে পাওয়া যায় তরুণ নেতা কীভাবে তার পরিবারের দায়িত্ব নিচ্ছেন, আন্তর্জাতিক রাজনীতির খোঁজ রাখছেন, আশপাশের নিম্নবিত্ত প্রতিটা মানুষের নাম ধাম ঠিকুজি মনে রাখছেন, নিজ এলাকার উন্নয়নের চেষ্টা করছেন,বিবিধ বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন তার এক অনুপুঙ্খ বিশ্লেষণ। এসবই তার ভবিষ্যৎ জীবনের শক্ত বুনিয়াদ গড়ে দিয়েছিলো।