বাড়ির নাম ‘মেঘবতী’। পুরনো বাড়ি। দেয়ালে দেয়ালে শ্যাওলা জমে সবুজের চাদর বিছিয়েছে। দেয়ালের ফাঁক ফোঁকড়ে একটা দুটো জীর্ণশীর্ণ বটবৃক্ষ শাখা-প্রশাখা বিস্তার করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। দোতালা বাড়িটিতে কেউ থাকে বলে মনে হয় না। দেখলেই কেমন গা ছমছম করে। রেণুকা সকালে হাঁটতে বেরোলেই বাড়িটার সামনে এসে দাঁড়ায়। মেঘবতী নাম ফলকটির উপরে জমে থাকা ধুলোর আস্তরণ হাতের তালু ঘষে পরিষ্কার করে।........