কল্পনা করছে সিফাত... প্রথমে দুই হাত চেপে ধরবে গলায়। তারপর একটি হাত ঢুকিয়ে দেবে মুখের ভেতর। পুরোটা হাত পেটের ভেতর ঢুকিয়ে সব নাড়িভুঁড়ি বের করে আনবে মুখ দিয়েই। মানুষটা নিজের চোখের তারায় সব দেখলেও বলতে পারবে না কিছুই, শুধু তার দেহের প্রতিটা অঙ্গ ছেঁড়ার ফরফর শব্দ শুনবে।