অদূরেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন অস্বাভাবিক লম্বা মানুষ। মুখটা আবছা কুয়াশায় ঢাকা। সুমন প্রথমে ভেবেছিল ডাকবে, পরে খেয়াল করল মানুষটা একদৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে, অথচ খেয়াল করলে দেখা যায় মানুষটার চোখে কোনো প্রাণের চিহ্ন নেই। একটা পুরোনো কোট পরে দাঁড়িয়ে আছে লোকটা, হাতে হারিকেন আর লাঠি। লোকটা সেই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হলো লম্বায় সাত হাত হবে। সুমন এত লম্বা মানুষ আগে কখনোই দেখেনি, এছাড়া ওর আরও মনে হলো এই মানুষটার বসবাস পৃথিবীতে না- অন্য কোথাও!