এই সংকলনটি প্রয়োজনীয়, কারণ আমাদের স্মৃতি বিশ্বাসঘাতক। দৈনন্দিন জীবন আমাদের ওপর অবিরাম এবং নির্দয়ভাবে অধিকার খাটায়। ইতিহাসকে বিলাসিতায় পর্যবসিত করতে চায়।
কিন্তু অতীতের অস্তিত্ব অস্বীকার করে যে বর্তমান, সে বর্তমান বেজন্মা। দৈনন্দিন সমস্যা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মনে রাখতে হবে আজ আমরা যে বাজার এবং বিদ্যুৎ নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি, তা পেয়েছি তরুণ রক্তের বিনিময়ে। আমাদের যাদের জীবন বা অঙ্গ আন্দোলনে হারাতে হয়নি, তাদের জন্য আন্দোলনকে এখনই দূরের অতীত মনে হতে পারে। আধুনিক জীবনের ব্যতিব্যস্ততায় কয়েক মাসকে কয়েক বছর মনে হতেই পারে।
এ জন্যই সংকলনটি প্রয়োজনীয়। এখানের লেখাগুলো আমাদের মনে করিয়ে দেবে কেন সমগ্র বাংলাদেশ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে একস্বরে শ্লোগান দিচ্ছিলো। কেন রাস্তা ছিল তাজা রক্তে মাখামাখি, কেন প্রতি ঘরে প্রতিটি মানুষের শ্বাসরোধ করছিলো তথ্যের অমানিশা এবং চাপা উৎকণ্ঠা, কেন সারাদেশের মানুষ কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছিল রাজধানীর উদ্দেশ্যে।
এ সংকলন প্রয়োজনীয়, কারণ এই পাতাগুলো উলটিয়ে দেখলে আমাদের মনে পড়ে যাবে বাংলাদেশিদের আসল পরিচয়। বাংলাদেশিরা হচ্ছে সেই জাতি, যারা স্বৈরাচারের সামনে পরাজয় মানে না, কোনোদিন মানেনি।
বইয়ের বিভাগ:
১) ঊষার পথে ন্যায়ের সাথে
২) যে গল্পের শেষ নেই
৩) কবিতা এখনই লেখার সময়
৪) মুক্ত করো ভয়: প্রবন্ধের পাতায়
৫) হোক কলরব: কথোপকথন ও অন্যান্য
৬) বলো উন্নত মম শির: সময়ের স্মৃতিকথা
৭) রঙে-রূপে-বিস্ময়ে: কার্টুন, কমিক্স, আলোকচিত্র
বইয়ের পুস্তানি হিসেবে থাকছে জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার- সম্পূর্ণ রঙিন