Jump to ratings and reviews
Rate this book

যা-ভূতীয়

Rate this book
সম্পাদনা - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সহ-সম্পাদনা- অভীক পোদ্দার
তথ্য এবং টিকা - লুৎফুল কায়সার

ভূত অর্থাৎ অতীত, যা একাধারে ভয়ের, বিস্ময়ের। তবে, ইদানিং অকারণ তন্ত্র-মন্ত্র ও রকমারি ভূতের দাপাদাপিতে একপ্রকার অতিষ্টই হয়ে উঠেছেআমাদের চিরাচরিত ভয়ের চরিত্ররা। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা আবেদন জানাচ্ছে, যাতে এই অসম লড়াইয়ে আমরা তাদেরও টিকিয়ে রাখি। প্রাণ ভ'রে শ্বাস টেনে এই দুনিয়ায় বেঁচে থুড়ি, টিকে থাকতে চায় তারাও। এমনকি, মাঝেমধ্যে তাঁরা চিৎকার করে বলে ওঠে,-ভয়ের সঞ্চার ঘটাতে এখনও নাকি তাঁদের জুড়ি মেলা ভার।

এখানে ধরা রইল এমনই হারিয়ে যাওয়া একগুচ্ছ চিরাচরিত ভৌতিক চরিত্রের মূল রূপ, কথন, এমনকি পুঙ্খানুপুঙ্খ বৈশিষ্ট্যও। এই ঘরানায় এতটা বিস্তৃতভাবে এই প্রথমবার ফিকশন ও নন-ফিকশন লেখ্য ধরা রইল একটাই গ্রন্থে। যেখানে, প্রত্যেকটি চরিত্রের গবেষণালব্ধ তথ্য ও সেই চরিত্রের ওপর নির্মিত একটি করে ফিকশন কাহিনী রাখা হল। বর্তমান বাংলা ভাষার হরর খ্যাত লেখকদের লেখা এরকমই একগুচ্ছ চিরাচরিত ভৌতিক চরিত্রনামার মেলবন্ধনই হল- 'যা ভূতীয়' সংকলন, কিছু গল্প, যা এড়িয়ে যাওয়াই ভালো।

সতর্কীকরণ - এই গল্পসংকলনের সবকটি গল্প প্রাপ্তমনস্ক ব্যক্তিদের জন্যে। দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এবং সংবেদনশীল ব্যক্তিরা এই বই এড়িয়ে চলুন।

268 pages, Hardcover

First published October 1, 2024

18 people want to read

About the author

Shirshendu Mukhopadhyay

414 books936 followers
শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।

তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।

তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (11%)
4 stars
5 (55%)
3 stars
3 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Journal  Of A Bookworm .
134 reviews10 followers
December 8, 2024
#পাঠ_প্রতিক্রিয়া- ৪০/২০২৪

যা ভূতীয়
লেখক - বিভিন্ন
প্রকাশক - স্মেল অফ বুকস পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ৫৯৯ টাকা

বছরের ৪০ নম্বর বই বাংলার চিরাচরিত ভৌতিক চরিত্র দের নিয়ে ফিকশন এবং নন ফিকশন গল্পের সংকলন "যা ভূতীয়" ।। তান্ত্রিক, বজ্রযান বৌদ্ধধর্ম, আগমবাগীশ ইত্যাদির একঘেঁয়ে গল্পের মাঝে বেশ অন্য স্বাদের ভৌতিক গল্প সংকলন।। শ্রদ্ধেয় শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং অভীক পোদ্দার এর সব সম্পাদনায় মোট ১২ টি ভৌতিক চরিত্রদের নিয়ে গল্প লিখেছেন ১২ জন এই সময়ের বিশিষ্ট হরর খ্যাত লেখকরা।। বইটি প্রি বুক করেছিলাম শুধুমাত্র শীর্ষেন্দু বাবুর সই পাওয়া যাবে বলে।। বইটি হাতে পাওয়ার পর ফার্স্ট ইম্প্রেশন বেশ এক্সক্লুসিভ, প্রচ্ছদ, প্রিন্টিং, পেপার কোয়ালিটি, বাঁধাই সব এক কথায় প্রিমিয়াম।। বইটির আরেকটি বিশেষ ব্যাপার হলো অনিমিখ গাঙ্গুলী এর ইলাস্ট্রেশন, এই ছবিগুলি এই বইয়ের সম্পদ।।

✴️✴️ পটভূমি -

শীর্ষেন্দু বাবুর একটি ছোট গল্প নিয়ে এই বইতে মোট ১৩ টি গল্প আছে, আমি আমার পছন্দের গল্পগুলি সম্পর্কে আলোচনা করে রাখলাম।।

💀💀 ভুতের গল্প - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রবাদপ্রতীম লেখকের থেকে প্রথম গল্প, ভুতের বা ভয়ের উপাদান কম, বাস্তবিক সমস্যার বেশি, মরে ভূত হয়েও শান্তি নেই, মিডিয়া বাইট আপনাকে কোনো এঙ্গেল থেকেই ছাড়বে না।।

😈😈 এই শহরের অলিগলিতে - মীনাক্ষী সেনশর্মা - নিশি
ছোটবেলা আমার শহরতলীতে কেটেছে, সেখানে কিন্তু মা বা পিসী প্রায়ই বলতো রাতে কেউ তিনবার না ডাকলে বেরোতে না।। প্রথম গল্পে লেখিকা এই নিশি কেই নিয়ে এসেছেন শহরে এক অন্ধকার গলিতে, নিশির ডাক এর অমোঘ আকর্ষণ কি এড়ানো যায়?

💀💀 ম ' এ মৎস্য/ ' ম ' এ মৃত্য - রজত শুভ্র কর্মকার - মেছো ভূত
রাত্রে বেলা কাঁচা মাছ নিয়ে ফাঁকা মাঠ বা পরিত্যক্ত কোনো জলাশয়ের পাশ দিয়ে যেতে নেই।।
থ্রিলার এর ধাঁচে লেখা আধুনিক প্রেক্ষাপটে একটি ভালো ভৌতিক কাহিনী।। মেছো ভূত এর গল্প দিয়ে এরকম সিরিয়াস ভৌতিক আবহাওয়া সৃষ্টি করার জন্য লেখকের প্রসংশা করতেই হয়।।

😈😈 শাঁখচুন্নি - নিখাদ বাঙালি - শাঁখচুন্নি
বইয়ের প্রথম বড় গল্প।। একটি প্যারানরমাল ইনভেস্টিগেশন টিমের পাঁচজন বীরভূমের এক গ্রামে মানসিক ভাবে অসুস্থ রোগীর সাথে ঘটে যাওয়া কিছু অতিপ্রাকৃত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে মুখোমুখি হতে থাকে ভয়ের, এই গল্প পাঠক হাঁড় হিম করা ভয়ের মুখোমুখি করাবে।।
** অধ্যায় নং ১০ দুবার লেখা হয়েছে ১১ এর পরিবর্তে। এই একটি প্রিন্টিং মিসটেক বলে মনে হলো।

💀💀 ললাটাক্ষ - তমোঘ্ন নস্কর - ব্রহ্মরাক্ষস
ডিস্টোপিয়ান ফ্যান্টাসি ঘরানার গল্প।। রূপকথার গল্পে ব্রহ্মরাক্ষস এর অস্তিত্ব তার লড়াই তার রাক্ষস হয়ে ওঠার গল্প লিখেছেন লেখক।। বইয়ের একমাত্র গল্প যেটি পড়ার পর মন টা কেমন করে উঠবে।। পাঠক দীর্ঘক্ষণ গল্পটির রেশ এর মধ্যে থাকতে বাধ্য।।

😈😈 খুঁট - সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল - ডাইনি
রাঢ় বাংলার গ্রাম্য পরিবেশে এক অসাধারণ ভৌতিক গল্প।। গ্রাম বাংলার মানুষের মধ্যে ডাইনি নিয়ে প্রচলিত সব অলৌকিক ধারণা ভয়ের উদ্রেক ঘটাতে বাধ্য।। গল্পটি জুড়ে শুধু একটি প্রশ্ন পাঠকের মনে ভয়ের উদ্রেক ঘটাবে পরবর্তী ডাইনি কে?

💀💀 রবীন্দ্রনাথ কোনোদিন প্ল্যানচেটে সাড়া দেননি - রোহন রায় - ডাকিনী
প্ল্যানচেট, টাইম ট্রাভেল এবং রবীন্দ্রনাথ এর পরলৌকিক চর্চা নিয়ে একটি গল্প।। ভয়ের উপাদান বেশ মজুত গল্পটির মধ্যে কল্পনা এবং কিছু বাস্তব তথ্য দিয়ে লেখক পাঠককে বেশ মুগ্ধ করতে পেরেছেন।।

😈😈 গল্পটা এখানেই শেষ - বৈশালী দাশগুপ্ত নন্দী - জলপিশাচ
গ্রাম্য পরিবেশে মজলিশি আড্ডার ছলে একটি দারুন ভৌতিক গল্প।। এই গল্পের আমেজ টাই গল্পের আসল বিষয়বস্তু, ভয়ের উপাদান কম কিন্তু পাঠক কে গল্পের সাথে বেশ জুড়ে রাখতে পেরেছেন লেখিকা আর লাস্টের টুইস্টটি বেশ ভালো লেগেছে।।

💀💀 ঘুল - নির্বাণ রায় - ঘুল
এই গল্পটি বইয়ের অন্যতম শ্রেষ্ঠ ভৌতিক গল্প।। ঘুল নিয়ে এর আগে একটি সিরিজ দেখেছিলাম।। কিন্তু গ্রাম্য পরিবেশে এই ধরনের গল্প এই প্রথম।। লেখকের লেখনশৈলী খুব ভালো লেগেছে।। পাঠক এই গল্পটি পড়ে ভয় পেতে বাধ্য।।

💀💀 বাজিগরের কুয়ো - শ্রীজিৎ সরকার - স্কন্ধকাটা
গ্রাম্য পরিবেশের উপর একটি বেশ ভালো ভৌতিক গল্প।। চরিত্রটিও বাংলার মানুষের মুখে মুখে ফেরা একটি ভৌতিক চরিত্র।। লেখকের গল্প বলার কৌশলে বইয়ের পাতার সাথে পাঠক লেগে থাকবে কি হয় জনার জন্য তার সাথে আছে ভয়ের পরিবেশ এবং ভয়াবহ অন্তিম পরিণতি।।

✴️✴️ পাঠ প্রতিক্রিয়া -

অনেকদিন পর এই ধরনের বাংলার চিরাচরিত ভৌতিক চরিত্র দের নিয়ে লেখা ভুতের গল্প পড়লাম।। এই ধরনের গল্পগুলি ছোটবেলায় শুকতারা বা বিভিন্ন গল্পের বইগুলোতে পাওয়া যেত।। বইয়ের গল্পগুলি কিন্তু স্ট্রিকটলি প্রাপ্ত বয়স্কদের জন্য।।
১২ টি ভৌতিক চরিত্র নিয়ে যে নন ফিকশন টিকা গুলো লেখা হয়েছে সেটি এই বইয়ের ইউএসপি আর সত্যিই সেগুলো নিরাশ করেনি।। বইয়ের সেরা গল্পগুলো সব শেষ এর দিকে।। তমোঘ্ন নস্কর, নির্বাণ রায় আর সুপর্ণা চ্যাটার্জি ঘোষাল এর লেখা আলাদা করে প্রশংসার দাবি রাখে।। ভয় এমনি এক অনুভূতি যা মানুষ পেতে ভালোবাসে আর সেটা যদি এই রূপে পাঠকের সামনে আসে তাহলে তো কথাই নেই।।প্রত্যেক গল্পতেই এমন কিছু রয়েছে যা সত্যিই ভীষণ রকমের ভয়ের উদ্রেককারী। ধন্যবাদ জানাতে হয় স্মেল অফ বুকস পাবলিকেশন কে এত সুন্দর একটি চিন্তা ভাবনার জন্য আর শীর্ষেন্দু বাবু ও অভীক বাবুকে ধন্যবাদ সুন্দর গল্পগুলো বাছাই করে একই মলাটে উপস্থাপন করার জন্য।। যারা এখনো ভাবছেন বইটি পড়বেন কিনা সংগ্রহ করবেন কিনা নির্দ্বিধায় সংগ্রহ করুন এবং পড়ুন।। আশা করি নিরাশ হবেন না।।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.