What do you think?
Rate this book


390 pages, Hardcover
Published January 1, 1987
আমাদের আইডিয়াটা ছিল মহৎ,শুয়োরের খোঁয়াড়ের নিচে পাতাল রেল খোঁড়া। সকলের পক্ষেই এটা হতো তাক লাগানো ঘটনা। ভাসিউকোভকায় প্রথম পাতাল রেলের লাইন!এ অংশটা পড়ে হাসছিলাম। পাতালরেল স্টেশনের সম্ভাব্য ছবিটা দেখেও। অন্যঘরে, বাড়ির কাজে সাহায্যকারি খুকিটিকে জননী তখন বলছিলেন, তিথীকে গিয়ে জিজ্ঞেস করো তো এখন চা খাবে কিনা। বেচারি থতমত খেয়ে কিছুক্ষণ আমার দরজায় দাঁড়িয়ে থেকে নীরবে ফিরে গেলো।
'মাড়াই স্টেশন', 'বাঁকা নাশপাতি গাছ' স্টেশন। এপার-ওপার তিন কোপেক। আত্মীয় স্বজন বিনা পয়সায়। অঙ্কের দিদিমণি পাঁচ কোপেক।