প্রথমটার মতোই তথ্যে ভরপুর একটা বই।দারুণ দারুণ সব টপিক নিয়ে সাজানো একটা দুর্দান্ত নন ফিকশন বই।নন মেডিকেল,মেডিকেল সব সেক্টরের মানুষের ই ভালো লাগবে বইটা।জানি না এটার তৃতীয় কিস্তি বের হবে নাকি। বের হলে ভালোই হয়।এই ধরনের বই হাইপ পায় কম,আলোচনা তেও থাকে না বলতে গেলে অথচ কি দারুণ একটা বই।