বাসায় অনেকগুলো পুরানো বই এর দেখা পেলাম হঠাত বই এর তাক গুছাতে যেয়ে। পুরানো মাসিক পত্রিকা থেকে কেটে রাখা,সেলাই করা বই। ওপার বাংলার লেখকদেরই বেশি। তার মধ্যে পেলাম এই রাজপথ জনপথ। চাণক্য সেনের লেখা আগে কখনো পড়িনি। ফুপি বলল বইটা সুন্দর অনেক তাই একটানে পড়ে ফেলা। যে সময়কার লেখা সেটা কেবল ভারতে ইংরেজ শাসনের শেষ ,এর মধ্যে রাজাদের দেশে যাওয়া ভারতীয় তরুনদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে । কাটতে শুরু করেছে ইংল্যান্ড নিয়ে মোহও। এরকম এক সময়ে লন্ডনে থাকা একপাল ভারতীয় ছেলেমেয়ের লন্ডনি জীবন,তাদের স্বপ্ন ও স্বপ্নভগ্ন , বিচিত্র ও আটপৌরে জীবন, তাদের সাথে জড়িয়ে থাকা কয়েকজন ইংরেজ এর গল্প এই উপন্যাস। অসাধারণ কোন সাহিত্যসৃষ্টি বলে না মনে হলেও অনেক সাবলীল ভাষায় লেখা,পড়তে আরাম লাগে। সেই সময়কার লন্ডন এর রাস্তাঘাট , খাওয়ার দোকান ,বাস টিউব , মানুষ - এসবের যেমন দেখা মেলে তেমনি উপনিবেশ উত্তর ভারত আর ভারতীয় আর ইংরেজ ২ দলের উপর এর প্রভাব, কন্টিনেন্টের অন্যান্য দেশের মানুষ,দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক মন্দা , জাতিগত দাঙ্গা , অপরাধ বৃদ্ধি এসবের দেখাও মেলে এই উপন্যাসে। জীবন আর দর্শনের টানাপোড়েন , বন্ধুত্ব , প্রেম , সংস্কৃতি সব মিলিয়ে পড়তে আসলেই ভাল লেগেছে।